ড্রোন হামলা বন্ধ করুন করার আহ্বান জানালেন

ড্রোন হামলা বন্ধ করুনপ্রেসিডেন্ট ওবামার সঙ্গে সাক্ষাতে এবার সরাসরি ড্রোন হামলা বন্ধ করার আহ্বান জানালেন যুক্তরাষ্ট্র সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গত বুধবার ওয়াশিংটনে ওবামার সঙ্গে বৈঠক করেন তিনি।প্রেসিডেন্ট ওবামার সঙ্গে সাক্ষাতে এবার সরাসরি ড্রোন হামলা বন্ধ করার আহ্বান জানালেন যুক্তরাষ্ট্র সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গত বুধবার ওয়াশিংটনে ওবামার সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে পাক-মার্কিন সম্পর্ক ও দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। খবর এএফপি, বিবিসি অনলাইনের।বুধবার ওবামার সঙ্গে বৈঠকের পর পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেন, সন্ত্রাস এবং জঙ্গি দমনে যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান এক সঙ্গে কাজ করে আসছে। এটা আরও শক্তিশালী হবে। একইসঙ্গে আমি এটিও বলতে চাই, পাকিস্তানের অভ্যন্তরে ড্রোন হামলা বন্ধ করতে হবে। নওয়াজ বলেন, ড্রোন হামলা শুধু পাকিস্তানের সার্বভৌমত্বকেই লঙ্ঘন করছে না, সেইসঙ্গে দেশের সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধেরও ক্ষতি করছে। এমনকি এই গুপ্ত হত্যাকারী ড্রোন পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে 'প্রধান ক্ষত' হয়ে রয়েছে। এ বিষয়ে শান্তিপূর্ণভাবে সমাধানের পথে আসা উচিত বলে মন্তব্য করেন তিনি। তবে ড্রোন হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কোনো সিদ্ধান্ত জানাননি। বৈঠক শেষে ওবামা বলেন, সন্ত্রাস এবং জঙ্গি দমনে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল জানিয়ে ওবামা বলেন, ইসলামাবাদকে সঙ্গে নিয়েই সন্ত্রাস দমনে কাজ করবে ওয়াশিংটন। বারাক ওবামা বলেন, আমরা নিরাপত্তা, সন্ত্রাসবাদ সব কিছু নিয়েই আলোচনা করেছি। পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে এটিও মনে রাখতে হবে জঙ্গিদের শিকার শুধু পাকিস্তানের জনগণ নয়,আমেরিকানরাও। কিছু কিছু ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা ও 'ভুল বোঝাবুঝি' রয়েছে বলেও স্বীকার করেন তিনি। ওবামা জানান, নওয়াজ সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর শর্তে নিরাপত্তা ইস্যুতে ওয়াশিংটনকে সহযোগিতা করতে রাজি হয়েছেন। উল্লেখ্য, বিশ্বের মধ্যে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানেই সবচেয়ে বেশি ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। লন্ডনভিত্তিক 'ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম'-এর হিসাব অনুযায়ী, ২০০৪ সাল থেকে পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় ৩,৬১৩ ব্যক্তি নিহত হয়েছে। পাকিস্তান সরকার প্রকাশ্যে ড্রোন হামলার বিরোধিতা করছে। এসব হামলায় জঙ্গি ছাড়াও অনেক বেসামরিক নাগরিক মারা যাচ্ছে বলে অভিযোগ ইসলামাবাদের। এ সময় ওবামা মুম্বাইয়ে ২৬/১১ হামলায় জড়িতদের বিচারের কথা জানতে চান।ড্রোন হামলার অনুমতি দেয়নি পাকিস্তান :ড্রোন হামলার জন্য যুক্তরাষ্ট্রকে গোপনে অনুমতি দেওয়া হয়েছিল বলে যে খবর প্রকাশিত হয়েছে তা অস্বীকার করেছেন পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তা ও সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। ওয়াশিংটন পোস্টের এক খবরে বলা হয় একটি গোপন চুক্তির মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরে ড্রোন হামলা চালাতে সিআইএকে অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। এ বিষয়ে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেন, আমরা কখনোই তাদের ড্রোন হামলার অনুমতি দেইনি। বরং আমরা বরাবরই এ হামলার বিরোধিতা করে আসছি। একই কথা বলেছেন দেশটির একজন শীর্ষ সামরিক কর্মকর্তাও। মার্কিন গোপন নথিতে বলা হয়, পাকিস্তান ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রে অনুমতি দিয়েছিল।
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment