রাজপথে থাকছে বাংলাদেশ আ. লীগ, সমাবেশ স্থগিত

রাজপথে থাকবে আ. লীগ, সমাবেশ স্থগিতপুলিশের অনুমতি না পাওয়ার কথা জানিয়ে রাজধানীতে শুক্রবারের সমাবেশ স্থগিত করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
পুলিশের অনুমতি না পাওয়ার কথা জানিয়ে রাজধানীতে শুক্রবারের সমাবেশ স্থগিত করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। তবে বিরোধী দলের সমাবেশকে ঘিরে রাজধানীতে যে কোনো ধরনের নৈরাজ্য মোকাবেলায় শুক্রবার সর্বাত্মক সতর্ক থাকবেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় শুক্রবার গোটা রাজধানী নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণাও দেন ক্ষমতাসীন দলটি একাধিক নেতাএর আগে রাজধানীতে পূর্বঘোষিত সমাবেশ অনুষ্ঠানের জন্য ঢাকা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে তিনটি স্থান নির্বাচন করে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি চাওয়া হয়। এগুলো হচ্ছে পল্টন মোড়, বঙ্গবন্ধু এভিনিউ ও সোহরাওয়ার্দী উদ্যান।নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ বৃহস্পতিবার রাতে বলেছেন ডিএমপি আমাদের সমাবেশের অনুমতি দেয়নি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরা শুক্রবারের সমাবেশ স্থগিত রেখেছি।"তবে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, সমাবেশের অনুমতি চেয়ে আগে আবেদন করা হলেও আওয়ামী লীগ নেতারাই তাদের সমাবেশ স্থগিতের কথা জানিয়েছিলেন। তারা নতুন করে আবেদন করলে বিবেচনা করা হবে।বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতারা শুক্রবার রাজপথসহ গোটা রাজধানী আওয়ামী লীগের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দেন।সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবউল আলম হানিফ বলেন, "রাজপথে যে কোনো অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব। এ পবিত্র দায়িত্ব পালন করতে আওয়ামী লীগ নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবেন।"তিনি বলেন, "মধ্যযুগীয় কায়দায় চর দখলের মতো দা-কুড়াল-বল্লম নিয়ে বিএনপি নেতারা তাদের কর্মীদের রাজপথে নামতে বলেছেন। এটা কোন ধরনের গণতন্ত্র? বাংলার জনগণ তাদের দা-কুড়াল নিয়ে নৈরাজ্য করার সুযোগ দেবে না।"দলের যুগ্ম সাধারণ সম্পাদক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, "আমাদের কাছে তথ্য আছে, গুপ্ত হামলা হতে পারে। সবাইকে সতর্ক থাকতে হবে। জামায়াত-শিবিরের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।"ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, "যার যা কিছু আছে, তাই নিয়ে রাজপথে নামতে হবে। আমরা যেমন দেশ স্বাধীন করেছি, ঠিক সেভাবেই পাড়া-মহল্লা থেকে এবারও যার যা কিছু আছে, তাই নিয়ে দুশমনের (বিএনপি-জামায়াত) বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।" 'নির্বাচনকালীন নির্দলীয় সরকারের' দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট রাজধানীতে শুক্রবার জনসভার কর্মসূচি ঘোষণার পর নয়াপল্টন, সোহরাওয়ার্দী উদ্যান ও পল্টন ময়দান ব্যবহারের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করে।এদিকে একই দিন আওয়ামী লীগও রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দেয়।পাল্টাপাল্টি কর্মসূচির পরিপ্রেক্ষিতে গত ২০ অক্টোবর থেকে ঢাকা মহানগর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে ডিএমপি।এরপর বৃহস্পতিবার দুপুরে আবারো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করে বিএনপি। ডিএমপি তাদেরকে সোহরাহওয়ার্দী উদ্যানে ১৩ শর্তে সমাবেশের অনুমতি দেয়। তবে বিএনপি নেতারা জানিয়েছেন, তারা নয়াপল্টনেই সমাবেশ করতে চান।
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment