
বাংলাদেশ প্রথমবারের মতো কোন টেস্ট ম্যাচে ইনিংস ব্যবধানে জিতেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের তৃতীয় দিনেই ইনিংস ও ১৮৪ রানের বিশাল জয় পেয়েছে স্বাগতিকরা। এতে দুই ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ।প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫০৮ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে যায় ১১১ রানে। তাই ৩৯৭ রানে পিছিয়ে থেকে ফলোঅনের ফাঁদে পড়ে তাদের ফের ব্যাটিংয়ে নামতে হয়। রবিবার দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমেও তারা ২১৩ রানের বেশি করতে পারেনি। তাই বাংলাদেশ ইনিংস ও ১৮৪ রানের এই বিশাল জয় পায়।বাংলাদেশের স্পিনারদের কাছে অসহায় ছিল ক্যারিবীয়রা। মিরাজ প্রথম ইনিংসে ৭টি ও দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট নেন। অপরদিকে দুই ইনিংসে সাকিব চারটি ও তাইজুল তিনটি করে উইকেট নেন। মিরাজ ম্যাচসেরা ও সাকিব সিরিজ সেরার পুরস্কার পান। ইতিহাস সৃষ্টিকারী এই টেস্ট জয়ের নানা দিক নিয়ে বিশ্লেষন করেছেন ঢাকা থেকে ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন