সারা দেশে নৌকা প্রতীকের গণজোয়ার ও ধানের শীষের গণভাটা দেখে ঐক্যফ্রন্ট নেতারা দিশেহারা ও বেসামাল হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার দুপুরে ফেনীর দাগনভূঁঞায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।ড. কামাল হোসেন নষ্ট রাজনীতির মূল প্রবক্তা উল্লেখে করে তিনি বলেন, ড. কামাল সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে খামোশ বলে দম্ভোক্তি করেছেন। তিনি এত নিচে নেমেছেন যে সাংবাদিকদের অপমানিত করতে দ্বিধাবোধ করেননি। তিনি পাকিস্তানি ভাষায় কথা বলেছেন।
জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য কোথাও কোথাও বিএনপি নিজেরাই নিজেদের ওপর হামলা করছে আর দোষ দিচ্ছে আওয়ামী লীগের ওপর। শক্তি কমলে বুকের বিট ও মুখের বিষ বাড়ে। তাই তারা আবোলতাবোল বলতে শুরু করেছেন।ড. কামালের গাড়ি বহরে হামলা ও আইনশৃঙ্খলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য ঐক্যফ্রন্টই দায়ী। তারা পল্টন থেকে সন্ত্রাসের সূচনা করেছেন। তাদের দিকে জনগণের কোনো দৃষ্টি নেই।নির্বাচনে বিভিন্ন সংসদীয় আসনে এখনো আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত নেতারা বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে প্রচারণা চালাচ্ছেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সময়মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিরোধী দল নির্বাচন থেকে সরে যাক, তা চাই না। তবে তাদের গণধস ও ধানের শীষের নিশ্চিত পরাজয় দেখে তারা নিজেরাই হতাশ।
এ সময় দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবীর, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, ফেনীর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙ্গালী প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্রঃ https://www.manobkantha.com/%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%A3%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A7%87-%E0%A6%90/
সূত্রঃ https://www.manobkantha.com/%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%A3%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A7%87-%E0%A6%90/
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন