বৃহস্পতিবার কমিশনের বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ জানিয়েছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। 'সময়মতোই' নির্বাচনের তফসিল ঘোষণা হবে।
বৃহস্পতিবার দুপুরে কমিশনের বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন,"সংবিধান
অনুযায়ী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যেই দশম জাতীয় সংসদ নির্বাচন
অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ২৫ অক্টোবরের পরও যদি সংসদ অধিবেশন অব্যাহত থাকে, তাতে কোনো সমস্যা হবে না। তফসিল ঘোষণার পর এনাফ টাইম দেব আমরা, যাতে কারও কোনো অসুবিধা না হয়, সময়ের শর্টেজ না হয়।"
যদি সংসদ বহাল রেখে নির্বাচন হয়, সেক্ষেত্রে প্রভাব ফেলবে কি-না- এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, "যদি-টদি নিয়ে চিন্তা করবেন না। কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে। সময়মতোই তফসিল ঘোষণার পর নির্বাচন অনুষ্ঠিত হবে।"আচরণবিধি প্রণয়ন প্রসঙ্গে কাজী রকিব বলেন, "আচরণবিধি
সংশোধন নিয়ে কাজ চলছে। আমরা নির্বাচনে সব দলকে সমান সুযোগ দেওয়ার জন্য
লেভেল প্লেয়িং ঠিক রাখার চেষ্টা করছি। এখনও আচরণবিধি চূড়ান্ত করা হয়নি।
বর্তমান সংবিধান অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।"নির্বাচনে সব নিবন্ধিত দলের অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করে সিইসি বলেন,
"সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা
হবে। সারাদেশে সব গোপন ভোটকক্ষ একই প্রকার মোটা কাপড় দিয়ে ঢাকার চিন্তা করা
হচ্ছে। কারণ, কাঠ দিয়ে তৈরি করলে বহন করা ঝামেলা হয় এবং রোদ-বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। তাই সহজে বহনযোগ্য এবং দীর্ঘস্থায়ী হওয়ার বিষয়টি আমরা দেখছি।"রাজনৈতিক দল এনডিপির নিবন্ধন বিষয়ে তিনি বলেন, "২০০৮ সালে নিবন্ধনের জন্য দলটি আবেদন করে। তথ্যগত ভুলের কারণে তাদের নিবন্ধন দেওয়া হয়নি। এরপর তারা আদালতে মামলা করে।"এর
আগে সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত
হয়। সভায় দশম সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের ভোটকক্ষের 'গোপন কক্ষের'
নিরাপত্তার জন্য প্রচলিত চটের কাপড় বদলে ভোটিং স্ক্রিন পেপারের ব্যবহার, স্থানীয় ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, থানাভিত্তিক ভোটার তালিকা স্পষ্টকরণ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) নিবন্ধনন নিয়ে আলোচনা হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী, মো. শাহ নেওয়াজ, ইসি সচিবালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিকসহ ঊধ্বর্তন কর্মকর্তারা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন