আজমিরীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্র জানায়, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীরা গতকাল বিকেলে উপজেলা সদরে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেন। অপরদিকে হরতালের বিপক্ষে বিক্ষোভ মিছিল বের করেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপির বিক্ষোভ মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর প্রশাসক গোলাম ফারুক বক্তব্য দেয়ার সময় আওয়ামী লীগের পথসভা থেকে একটি পানির বোতল বিএনপির পথসভায় নিক্ষেপ করা হয়। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে এক পক্ষ অপর পক্ষকে ইট-পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলা কৃষক দল নেতা আসমাউল করিম (৩২), পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রহিবুর রহমান খান (৩৫), উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মোবারুল ইসলাম (৩২), স্বেচ্ছাসেবক দল নেতা জামির হোসেন (৩০), পথচারী মাসুম মিয়া (২০), উপজেলা যুবদল সভাপতি মাসুদ পারভেজ (৪২), পৌর ছাত্রদলের সহ-সভাপতি মবু (২২) ও সাধারণ সম্পাদক হাসান (২৩)। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ওসি তৈমুর বখত চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আজমিরীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ আহত ১২
-আজমিরীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্র জানায়, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীরা গতকাল বিকেলে উপজেলা সদরে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেন। অপরদিকে হরতালের বিপক্ষে বিক্ষোভ মিছিল বের করেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপির বিক্ষোভ মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর প্রশাসক গোলাম ফারুক বক্তব্য দেয়ার সময় আওয়ামী লীগের পথসভা থেকে একটি পানির বোতল বিএনপির পথসভায় নিক্ষেপ করা হয়। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে এক পক্ষ অপর পক্ষকে ইট-পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলা কৃষক দল নেতা আসমাউল করিম (৩২), পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রহিবুর রহমান খান (৩৫), উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মোবারুল ইসলাম (৩২), স্বেচ্ছাসেবক দল নেতা জামির হোসেন (৩০), পথচারী মাসুম মিয়া (২০), উপজেলা যুবদল সভাপতি মাসুদ পারভেজ (৪২), পৌর ছাত্রদলের সহ-সভাপতি মবু (২২) ও সাধারণ সম্পাদক হাসান (২৩)। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ওসি তৈমুর বখত চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন