শিক্ষা বিস্তারে মহাজোট সরকারের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে- বিনামূল্যে বই বিতরণ আর উপবৃত্তির সুফল একদিন সমগ্র জাতিকে শিক্ষিত করে তুলবে। গতকাল বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় এমপি এডভোকেট মোঃ আবু জাহির একথা বলেন।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দৈনিক স্বদেশ বার্তা সম্পাদক ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, মীর হোসেন, সেবুল মিয়া, তৈয়ব আলী, আবিদ মিয়া। বক্তব্য রাখেন তারা মিয়া, আব্দুর রহিম মেম্বার, ইসমাইল, কুতুব উদ্দিন, নুরুল আমিন, আব্দুল আওয়াল প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া আক্তার। সভায় উপস্থিত এলাকাবাসী এমপি আবু জাহিরের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্বীকার করে আগামীতে এর প্রতিদান দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শুরুর পূর্বে এমপি আবু জাহির উপস্থিত এলাকাবাসীকে নিয়ে নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করে দোয়া করেন।
এমপি আবু জাহির আরো বলেন, শহর সংলগ্ন হয়েও তেঘরিয়া গ্রামটি ছিল একটি অবহেলিত এলাকা। যেখান থেকে যুগ যুগ ধরে রাজনীতিবিদরা শুধু ভোটই নিয়েছেন বিনিময়ে তাদের ভাগ্যে দুই টাকার উন্নয়নও জুটেনি। তেঘরিয়াবাসী ছিলেন শুধুই বঞ্চনার শিকার। তবে আল্লাহর অশেষ মেহেরবাণীতে আওয়ামী লীগ সরকারের আমলে এসে আমি নিজের প্রচেষ্টায় ২ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি যা আজ এ অঞ্চলের মানুষ অকুণ্ঠ চিত্তে স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মাছুলিয়া ব্রিজ হতে পূর্ব ভাদৈ পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা ইতোমধ্যেই পাকাকরণ কাজ সম্পন্ন হয়েছে। অর্ধকোটি টাকা ব্যয়ে তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি আধুনিক নির্মিত হয়েছে যাতে বৈদ্যুতিক সুযোগ সুবিধার সংস্থান রয়েছে। তিনি বিদ্যালয় প্রাঙ্গণটিকে ছাত্রছাত্রীদের খেলাধূলার উপযোগী করার জন্য ৫০ হাজার টাকার অনুদান ঘোষণা করেন এবং আগামীতে সুযোগ পেলে উক্ত স্কুলটিকে জুনিয়র হাই স্কুলে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বর্তমান সরকারের জনবান্ধব কর্মকান্ডের কথা বলতে গিয়ে একটি বাড়ি একটি খামার, কমিউনিটি স্বাস্থ্য সেবা, কৃষি ক্ষেত্রে সরকারের সার-বীজ নিশ্চয়তার ফলে দেশের খাদ্যদ্রব্যের স্বয়ংসম্পূর্ণতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ১৮ দলীয় জোট সরকারের দুর্নীতির ফলে ভাতের বদলে আলু খাওয়ার পরামর্শ দেয়া হত কিন্তু জননেন্ত্রী শেখ হাসিনা এখন তিন বেলা ভাত খাওয়ার নিশ্চয়তা দিয়েছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন