সিরিয়ার
রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংসের ব্যাপারে বান কি মুনের দেয়া প্রস্তাব
অনুমোদন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘে ব্রিটিশ ও রাশিয়ান দূত
জানান, ১৫ সদস্যের সবাই প্রস্তাবটি অনুমোদন দিয়েছে। এদিকে আরব
দেশগুলোর জোট আরব লিগ এবং ইসলামিক দেশগলোর সংগঠন ওআইসি ঈদুল আযহা
উপলক্ষে সিরিয়ায় লড়াইরত দু'পক্ষকেযুদ্ধ বিরতি করার আহবান জানিয়েছে। বৃহস্পতিবার
আরব লিগ ও ওআইসি এক যৌথ বিবৃতিতে এ আহবান জানায়। সিরিয়ায় লড়াইরত সরকারি
এবং বিদ্রোহী বাহিনী দু'পক্ষকেই পুরোপুরি যুদ্ধবিরতি করতে
প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার মধ্যদিয়ে আগামী সপ্তাহে ঈদের সময়টিতে সব ধরনের
সহিংসতা, হত্যাযজ্ঞ বন্ধ রাখার ডাক দেয়া হয় বিবৃতিতে। রাসায়নিক
অস্ত্রের ব্যাপারে জাতিসংঘে রাশিয়ার দূত জারকিন বলেন, কিছু রাসায়নিক অস্ত্র
ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে তবে অস্ত্র ধ্বংসের কাজটি অর্গানাইজেশন অব দা
প্রহিবিশন অব কেমিক্যাল উইপনস (ওপিসিডব্লিও) এর সদস্যদের সামনে হতে হবে।
তিনি বলেন, নিরাপত্তা পরিষদের সদস্যদের এও অবহিত করা হয়েছে কিভাবে যুদ্ধ
চলাবস্থায় ওপিসিডব্লিও সেখানে কাজ করবে। তিনি বলেন আমরা আশা করছি সিরিয়ার
সরকার ও সরকার বিরোধী প্রুপগুলো জাতিসংঘকে তাদের কাজে যথাযথ সাহায্য
করবে। যে তিনটি স্থানে ভয়াবহ রাসায়নিক হামলা হয়েছে সেখানে একটি প্রাথমিক
তদন্ত ইতিমধ্যে পাঠানো হয়েছে।
- Blogger Comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন