পাকিস্তানের
চারটি প্রাদেশিক রাজধানীতে বোমা হামলায় ১০ জন নিহত ও কমপক্ষে ৬০ জন আহত
হয়েছেন। পেশোয়ার, কোয়েটা, লাহোর ও করাচিতে গত বৃহস্পতিবার এ ঘটনাগুলো
ঘটেছে। বেলুচিস্তানের কোয়েটা শহরের একটি জনাকীর্ণ বাজারে বোমা বিস্ফোরণ
হলে অন্তত ৬ জন নিহত হয়। এখানে আহত হয় কমপক্ষে ৩৫ জন। পাকিস্তানের
অপেক্ষাকৃত শান্ত প্রদেশ পাঞ্জাবের লাহোর শহরে একটি রেস্তোরায় বোমা
বিস্ফোরিত হয়ে একজন নিহত এবং ১৩ জন আহত হয়। আর করাচিতে নিহত হয়েছেন তিনজন।
তবে ওই তিনজনকেই সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছে স্থানীয়
গণমাধ্যম। এদিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক পুলিশ
কর্মকর্তার ওপর বোমা হামলার শিকার হয়েছে। এছাড়া একই প্রদেশের উপজাতীয়
এলাকায় টহল দেয়ার সময় রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত বোমা হামলায় ১২ সেনা
আহত হয়েছে বলে জানা গেছে। তালেবান পাকিস্তান সরকারের সাথে আলোচনায় বসার
ঘোষণা দেয়ার পরদিনই এ হামলার ঘটনাগুলো ঘটল। তবে তালেবান অভিযোগ করেছে,
তারা আলোচনায় আগ্রহী হলেও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া
হচ্ছে না।
- Blogger Comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন