রাজধানীর
মোহাম্মদপুরের রায়েরবাজারে অভিযান চালিয়ে 'ইয়াবার তিন পাইকারি
বিক্রেতাকে' গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, পাভেল চৌধুরী (৩৫),
মশিউর রহমান রাজীব (২৮) ও সজীব (৩২)। তাদের কাছ থেকে দুটি চোরাই প্রাইভেট
কার, একটি মোটরসাইকেল, ১৯শ' পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির সাড়ে ৫ লাখ টাকা
উদ্ধার করেছে।পুলিশ সুপার রায়হান উদ্দীন
খান জানান, শুক্রবার রাত ৩ টার দিকে পূর্ব রায়ের বাজারের ২৩১/৩ বাড়ির
নীচতলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাইভেট
কারের সিএনজি সিলিন্ডারের ভেতর ঢুকিয়ে ইয়াবা ঢাকায় এনে পাইকারি বিক্রি করে।
এর আগে এই তিন জন গত ২৯ সেপ্টেম্বর বাড্ডা থানা পুলিশের হাতে গ্রেফতার হয়।
পরে জামিনে মুক্তি পেয়ে আবারও ইয়াবা ব্যবসা শুরু করে। গত বৃহস্পতিবার তারা
কক্সবাজার থেকে একটি প্রাইভেট কারে করের সিএনজি সিলিন্ডারের ভিতরে করে
প্রায় ১ লাখ ইয়াবা ঢাকায় আনে। ১৯শ পিস ছাড়া বাকি ইয়াবাগুলো শুক্রবার
বিকালের মধ্যেই খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে। এই খবরের ভিত্তিতে
শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
- Blogger Comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন