শিশুর মন বিজ্ঞান থেকে একটি শিশুর সম্পর্কে অনেক কিছু জানতে আমাদের অনেক সময় সাহায্য করে থাকে ।
সব থেকে বড় কথা হল একটি শিশুর বয়স বাড়ার সাথে সাথে
অনেক পরিবর্তনও আছে । তার বয়সের সাথে তার অনেক কিছু পরিবর্তন হয় যেমন মানসিক বিকাশের উন্নতি হয় যেমন, ঠিক তেমন কিন্ত একই পরিবেশে এক সাথে অন্য সব সমবয়সি অনেক শিশু প্রতিপালিত হয়ে থাকে বলে বা একই বয়সের অনেকগুলো শিশু এক সাথে বেড়ে ওঠে বলে তাদের অনেকের আচরন এক হয়, আবার অনেক ক্ষেত্রে একেকটি শিশুর একেক ধরনের মানসিকতা ও বিভিন্ন ধরনের আচরনও হয়ে থাকে । প্রায় সকল শিশু বিশেষজ্ঞরা এই একই মত দিয়ে থাকেন । এবং তারা আরো বলেন প্রতেকটি শিশুরই একটা পৃথক সত্তা আছে ও মূল্য আছে । তাই অভিবাবকদের প্রতিটি শিশুকে আলেদা আলেদা ভাবে জানা প্রয়োজন এবং একেকটি শিশুকে একেক ভাবে বুঝা বা চেনা প্রয়োজন ।
আমরা অনেক অভিভাবক আছি যারা দেখা গেছে আমার পাশের বাসার বাচ্চাটা একভাবে চলছে এবং আমার শিশুটি আরেক ভাবে চলছে । আর তার জন্য শিশুদের ওপরে মন খারাপ করে আমরা তাদের ওপর অনেক সময় খারাপ বা তাদের সঙ্গে অনেক দূর ব্যবহার করি যা আসলে মোটেও ঠিক না । আগে তাকে বুঝুন তাকে তার মত করে বাড়তে দিন । সে যে ভাবে চলতে থাকতে চায় এবং যে অন্য শিশুদের সাথে চলতে চায় তাকে সে ভাবেই চলার সুযোগ করে দিন । অনেক ছোট ছেলে মেয়ে বা শিশুরা আছেন যারা একটু দুষ্ট প্রকিতির হয়ে থাকে । আর তাই তাদের আমাদের সমাজের কিছু বাবা মা আছেন নিজ নিজ ঘরে আটকিয়ে রাখেন । এটা আসলে তাদের উপরে বলতে এক ধরনের নির্যাতন বলা চলে । যা মোটেও ঠিক না । আর এটে আপনার শিশু বেড়ে উঠলেও তাতে তার অনেক সময় অনেক ধরনের মানসিক সমস্যায়ও পরিনত হতে পারে । তাই আপনার শিশুকে ঘরে আটকিয়ে না রেখে একটু নজরে রেখে তাকে সকল সম বয়সী শিশুদের সাথে
বেড়ে উঠতে দিন । এটাও শিশু হিসেবে আপনার আমার আমাদের সমাজের সকল সন্তান বা শিশুদের শিশু অধিকার । আর সকল শিশুরি তার মত বেড়ে উঠার আছে অধিকার ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন