মিনায় পদদলনে নিহত ৬৫০ হাজির পরিচয় প্রকাশ


সৌদি আরবের মিনায় পদদলনে নিহত ৬৫০ হাজির পরিচয় এবং ছবি প্রকাশ করেছে সৌদির কর্তৃপক্ষ । যার মধ্যে ৩ জন বাংলাদেশি আছেন । রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন । নিহত বাংলাদেশি তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া যায় । এবং তারা হলেন খুলনার মোঃ শহীদুল ইসলাম এবং ঢাকার সাভারের আমিনুর রহমান । অন্য আরেকজন পুরুষ হাজিকে বাংলাদেশি বলে শনাক্ত করা হলেও তার পরিচয় এখন নিশ্চিত করা হয়নি । অন্যদিকে আরেক হাজি ফিরোজা খানমের পরিবারের পক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে । সৌদি আরবের মিনায় গত বৃহস্পতিবার পবিত্র হজ পালনকালে পদদলিত হয়ে নিহত হয়েছে ৭৬৯ জন হাজি । আহত হয়েছেন আরও ৯৩৪ জন । পদদলনের ঘটনায় উদ্ধার লাশগুলো বৃহস্পতিবার সারা রাত ধরে হাসপাতাল থেকে মিনার ‍মুয়াইজাম মর্গে পাঠানো হয় । তারপর মর্গে গোসল করিয়ে নেয়া হয় লাশের ছবি এবং আঙ্গুলের ছাপ । কয়েক দফায় এ পর্যন্ত ৬৫০ জনের ছবি সৌদি কর্তৃপক্ষ প্রকাশ করেছেন । যাতে স্বজন বা তার দেশের হজ কর্মকর্তারা লাশ শনাক্ত করতে পারেন । হজযাত্রীরা বিমানবন্দরে নামার পর তাদের আঙুলের যে ছাপ ইমিগ্রেশন দপ্তর সংগ্রহ করেছিল তার সঙ্গে লাশের আঙুলের ছাপও মিলিয়ে দেখা হবে ।
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment