গত ৬ ফেব্রুয়ারি দুদকের
পরিচালক নাসিম আনোয়ার
বাদী হয়ে মোশাররফের বিরুদ্ধে অর্থপাচার মামলাটি দায়ের
করেন। মামলায় ড.
খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ৯
কোটি ৫৩ লাখ
৯৫ হাজার টাকা
পাচারের অভিযোগ আনা
হয়। এক সংবাদে জানা যায় খন্দকার মোশাররফ হোসেনের স্ত্রী
বিলকিস আক্তার হোসেনকেও এ মামলায় আসামি
করা হয়েছে । মামলার এজাহারে বলা
হয়েছে বিএনপি ক্ষমতায় থাকা কালীন সময় ২০০১
সাল থেকে ২০০৬
সাল পর্যন্ত স্বাস্থ্য ও
পরিবার কল্যাণমন্ত্রী ছিলেন
ড. খন্দকার মোশাররফ হোসেন।
এ সময় তিনি
ক্ষমতার অপব্যবহার করেন ও
দুর্নীতির মাধ্যমে অর্জিত
অর্থ ইংল্যান্ড পাচার
করেছেন । এই মামলায় ড.
মোশাররফ হাইকোর্ট থেকে
আগাম জামিন পান।
পরে ওই রায়ের
বিরুদ্ধে দুদক আপিল
করলে গত ২৪
ফেব্রুয়ারি তার জামিন
বাতিল করে। তবে এখন ঘটনা কততুক সত্য তা প্রমান কিনতু হয় নাই ।
- Blogger Comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন