স্বামীর সাথে শ্ত্রীরর নমেও মামলা করলেন



গত ফেব্রুয়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে মোশাররফের বিরুদ্ধে অর্থপাচার মামলাটি দায়ের করেন। মামলায় . খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা পাচারের অভিযোগ আনা হয়  এক সংবাদে জানা যায় খন্দকার মোশাররফ হোসেনের স্ত্রী বিলকিস আক্তার হোসেনকেও এ মামলায় আসামি করা হয়েছে । মামলার এজাহারে বলা হয়েছে  বিএনপি ক্ষমতায় থাকা কালীন সময়  ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী ছিলেন . খন্দকার মোশাররফ হোসেন। সময় তিনি ক্ষমতার অপব্যবহার করেন দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ ইংল্যান্ড পাচার করেছেন । এই মামলায় . মোশাররফ হাইকোর্ট থেকে আগাম জামিন পান। পরে ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে গত ২৪ ফেব্রুয়ারি তার জামিন বাতিল করে। তবে এখন ঘটনা কততুক সত্য তা প্রমান কিনতু হয় নাই ।

Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment