ফের শুরু ধরপাকরাও





কয়েক দিন বিরতির পর আবারও শুরু হলো বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বালাদেশ জাতীয় বাদী দল বিএনপিকে দমন করার প্রশত্রুটি ও কার্যক্রম। গতরাতে দুর্নীতি দমন কমিশনের দুদক মুদ্রা পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির  স্থায়ী কমিটির সদস্য . খন্দকর মোশাররফ হোসেনকে । উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির কারনে ক্ষমতাশীন আওয়ামীলীগ চওরা হয়ে উঠলো বিএনপির উপরে এবং দলের নেতাকর্মীদের মনোবল তুঙ্গে থাকা অবস্থায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনের পরপর
নতুন করে সরকার পতন আন্দোলনের ঘোষণা দেয়ার কারনে এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করা হলো বিএনপির এই শীর্ষ নেতাকে।  এক তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় . খন্দকার মোশারফকে গ্রেফতারের কারনে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ বিএনপি দলের অন্যনান্য নেতা কর্মিরা । দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মুদ্রা পাচার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য . খন্দকার মোশাররফ হোসেনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। . খন্দকার মোশাররফকে গ্রেফতারের কথা তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। গতরাতে তার ছেলে ব্যারিস্টার মারুফ হোসেন গণমাধ্যমকে জানান, তাদের গুলশান--এর ৫৫ নম্বর রোডের ২৯ নম্বর বাসা থেকে রাত সাড়ে ১০টার দিকে তার বাবাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর পুলিশ তাকে গুলশান থানায় নিয়ে যায়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খানও বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতাকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন।ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আবু ইউসুফ গণমাধ্যমকে জানান বিএনপি নেতা মোশাররফকে দুদকের লোকজন পুলিশ নিয়ে তার বাসা থেকে আটক করে গুলশান থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি গুলশান থানায় রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হবে নাকি গ্রেফতার দেখানো হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই সংবাদ গন মাধ্যে জানাজানি হওয়ার পরে অনেক জন সাধারন মন্তব্য করলেন যে ফের শুরু হলো বিরোধী দল বাংলাদেশ জাতীয় বাদী বিএনপির উপরে এবং অন্যনান্য বিরোধী দলগুলোর উপরে ধরপাকরাওর দক্ষল এবং আর অনেকে মন্তব্য করলেন এইত সময় উপজেলার নির্বাচনে আওয়ামীলীগের প্রাথীরা পিছিয়ে থাকায় এবং বিরোধী দল বিএনপি এগীয়ে থাকায় বিএনপি যাতে করে আন্দলোনে না নামতে পারে তাই তাদেরকে শুরু করলেন আটকানো । তাই তাই ক্ষমতাশীন আওয়ামীলীগ শুরু করলেন বাংলাদেশ জাতীয় বাদী বিএনপিকে ধরাদলকে ধরা । এবং জন সাধারন কেও কেও আর মন্তব্য করলেন কে যানে এবারো কতজন নিরঅপরাধী ঘুম হবে।
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment