এই মুহূর্তে বাংলাদেশের মানুষ ও রাজনৈতীক দলগুলোর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দারিয়েছে জঙ্গিবাদ । জঙ্গিবাদ মোকাবিলায় ও দমনে দেশের রাজনৈতিক দলগুলোর ঐক্য মত থাকা জরুরি হয়ে পরেছে বলে মনে করেন রাজনীতি বিশিষ্টজনেরা।
গতকাল শনিবার জঙ্গিবাদের হুমকি বাংলাদেশ ভাবনা শীর্ষক এক বৈঠকে আলোচনায় এসব কথা বলেছেন রাজনীতি বিশিষ্টজনেরা। তাঁরা আর বলেছেন এবং এখন তারা মনে করছেন দেশের প্রচলিত আইনের সঠিক প্রয়োগের মাধ্যমেই জঙ্গিবাদকে রুখতে হবে। বিচারবহির্ভূত হত্যা বা গুম করার মাধ্যমে এর নির্মূল করা সম্ভব নয়। বক্তারা আর জানান বাংলাদেশের এই চরম অবস্থায় প্রতেকটি রাজনীতি দলকে ঐক্য মত থাকা বেশি দরকার এবং এক সাথে দল মত নির্বিশেষ জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করা প্রয়োজন ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন