রাজধানীর একটি
পাঁচ তারকা হোটেলে
গতকাল শনিবার এক আলোচনা
বেঠক অনুস্থিত হয় ।বৈঠকে আলোচনায় সময় কালে সাবেক
প্রধান বিচারপতি এ
বি এম খায়রুল
হক বলেন জঙ্গিবাদ বাংলাদেশের একটি
বাস্তবতা। কিন্তু বাংলাদেশের দৃষ্টির পেছনে যে
দর্শন ছিল তাতে
জঙ্গিবাদের কোনো স্থান
নেই আমাদের বাংলাদেশে আছে
নিরঙ্কুশ ধর্ম
নিরপেক্ষতা। তিনি আর জানান জঙ্গিবাদ নির্মূলে বিচারবহির্ভূত হত্যার
কথা আমরা চিন্তাও করতে
পারি না
।বর্তমান আইন কমিশনের চেয়ারম্যান খায়রুল
হক বাংলাদেশের সন্ত্রাস দমন
আইনের কথা উল্লেখ
করে আর জানালেন আমরা অনেক
আইন তৈরি করেছি।
কিন্তু প্রয়োগ করছি
না। অন্যায় হচ্ছে
কিন্তু এর প্রতিকার হচ্ছে
না। এভাবে চলতে
থাকলে এক সময় দেখা যাবে মানুষ নিজের
হাতে আইন তুলে
নেবে। তিনি সঠিক
বিচার না হওয়ার
কারণ হিসেবে দুটি
বিষয় উল্লেখ করেন।
প্রথমত গোয়েন্দা সিবিল
ব্র্যান্স সংস্থাগুলোর মান অত্যন্ত খারাপ।
দ্বিতীয়ত, সংস্থাগুলোর কোনো
দায়িত্ববোধ নেই। দায়সারাভাবে তদন্ত
করার ফলে এর
প্রভাব পড়ে বিচারের ক্ষেত্রে। এবং হয়রানী হয় সাধারন নিরহ নির
অপর্রাদ মানুষ আসল অপরাধীরা এতে সুযোগ পেয়ে যায় বিচার থেকে দূরে সরে যাওয়ার ।জঙ্গিবাদের উত্থানের কারণে
মানবাধিকার হুমকির মধ্যে
রয়েছে বলে মন্তব্য করেন
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন এই মুহূর্তে জাতীয়
নির্বাচনের চেয়ে বেশি
গুরুত্বপূর্ণ কাজ জঙ্গিবাদ দমন করা এবং সুষ্ট তদন্ত ও সুষ্ট
বিচারের আওতায় আনা ।
Home / হিজালাদের নিয়ে ছোট একটি প্রতীবদেন
/ জাতীয় নির্বানের চেয়ে বেশি গুরুত্বপুন্য কাজ জঙ্গিবাদ নিরমূল
- Blogger Comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন