আগামী ২৯ জানুয়ারি জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আহ্বান করায় ওই দিন হরতাল কর্মসূচির ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
বুধবার সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ ঘোষণা দিতে পারেন বলে দলীয় সূত্রে জানা যায়। এছাড়াও সম্মেলনে বেগম জিয়া দেশবাসীর সামনে সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন।
তবে হরতাল ছাড়া চলতি মাসে বড় আর কোনো কর্মসূচি দেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিএনপির একাধিক সূত্র।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য পরিবর্তন'কে জানান, খুব শিগগিরই বিএনপিতে পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি আন্দোলনের কৌশলও পরিবর্তন করা হবে।
তিনি আরো জানান, চলমান আন্দোলনকে চাঙ্গা করার লক্ষ্যে ঢাকা মহানগর কমিটির নেতৃত্বের পরিবর্তনসহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে ১৮ দলীয় জোটের অন্যতম শরীক দল এলডিপি চেয়ারম্যান কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমেদ সাংবাদিকদের বলেন, "বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে আমাদের ভুলত্রুটি, আন্দোলনে ব্যর্থতা, নতুন আন্দোলন এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়েছে। যা তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির কাছে তুলে ধরবেন।”
বিএনপির অপর স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল মাহবুবর রহমান বলেন, “আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। কিন্তু জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে চান বলেই ইতোমধ্যে তারা লড়াই শুরু করেছে। আর এটা হচ্ছে তাদের মৌলিক অধিকার রক্ষার লড়াই।”
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন