৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া ৬ জেলার ৮ আসনে ১৯ জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েন থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আসনগুলো হলো দিনাজপুর-৪, কুড়িগ্রাম-৪, গাইবান্ধা-১, ৩, ৪, বগুড়া-৭, যশোর-৫ ও লক্ষ্মীপুর-১। এসব আসনে ভোট গ্রহন হবে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার।
পুনঃভোটের এ জেলাগুলোতে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোমবার কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ পরিবর্তন'কে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব নির্বাচনী এলাকায় ১৭ জানুয়ারির পরিবর্তে দু’দিন বাড়িয়ে ১৯ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, "কমিশন থেকে নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করার জন্য যা যা করার সবই করা হচ্ছে। তাছাড়া নির্বাচনের পরেও ওইসব এলাকায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সেনা সদস্যদের পাশাপাশি সব কেন্দ্রেই নিয়মিত আইন-শৃঙ্খলা বাহিনীর সংখ্যাও বাড়ানো হচ্ছে।"
এছাড়া কমিশন বৈঠকে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটদের ৪ দিনের পরিবর্তে ৬ দিন রাখার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান এই কমিশনার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন