বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, "বাংলাদেশের জনগণ নিজেদের মৌলিক অধিকার রক্ষার লড়াই শুরু করেছে। আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেঁড়ে নিয়েছে। কিন্তু জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে চান। ইতোমধ্যে তারা লড়াই শুরু করেছেন। আর এটা হচ্ছে তাদের মৌলিক অধিকার রক্ষার লড়াই।"
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত ‘ঈদে মিলাদুন্নবী’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দশম জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "আওয়ামী লীগ সরকার নির্বাচনের নামে নাটক করেছে। কিন্তু তারা বলছেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে, এর চেয়ে বড় মিথ্যাচার আর হয় না।"
সংখ্যালুঘদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, "যারা সংখ্যালুঘদের উপর নির্যাতন করে তারা কোনো রাজনৈতিক দল ও রাজনীতিবিদ নন। তারা হচ্ছে সন্ত্রাসী ও কাফের।"
দেশের গণতন্ত্র ধ্বংসের সম্মুখীন বলে মন্তব্য করে তিনি বলেন, "রাষ্ট্র ব্যবস্থা ক্ষতিগ্রস্থ। আর এর জন্য দায়ী আওয়ামী লীগ সরকার।"
আয়োজক সংগঠনের চেয়ারম্যান সৈয়দ মুহাম্মাদ ইব্রাহীম বীরপ্রতিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিকসহ অনেকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন