বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর



গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় আজ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনবাহিনীর সদস্যরা তাকে গার্ড অফ অনার প্রদান করেছে। 

এরপর প্রধানমন্ত্রী সূরা ফাতেহা পাঠ শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন শেখ রেহানা ও নব গঠিত মন্ত্রিপরিষদের সদস্যরা।

এর আগে বুধবার দুপুর পৌনে দুইটার দিকে হেলিকপ্টারযোগে টুঙ্গীপাড়ার পৌঁছান। 

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত টুঙ্গীপাড়া উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করেন। ভবন উদ্বোধন শেষে বঙ্গবন্ধু ভবনে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি শেষে টুঙ্গীপাড়া থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment