আমরা কোনো কূল হারাইনি: খালেদা জিয়া



নির্বাচনে না এসে বিএনপি কূল হারিয়েছে কি না; এমন এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আমরা কোনো কূলই হারায়নি। কূল হারিয়েছে তারাই, যারা জনগণ থেকে বিচ্ছিন্ন। আজ বুধবার গুলশানের ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

৫ জানুয়ারি নির্বাচনের পরদিন এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, খালেদা জিয়া নির্বাচনে এসে দুই কূলই হারিয়েছেন।

Google +TweetLinkedIn

Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment