৫ জানুয়ারির নির্বাচন বর্জন করায় দেশের জনগণকে ধন্যবাদ দিতে দেশজুড়ে গণসমাবেশ ও শোভাযাত্রার কর্মসূচি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, ২০ জানুয়ারি গণসমাবেশ ও শোভাযাত্রা হবে। ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ হবে সোহরাওয়ার্দী উদ্যানে। এছাড়াও ২৯ জানুয়ারি বুধবারকে বিক্ষোভ দিবস ঘোষণা করে ঐ দিন কালো পতাকা মিছিলের কর্মসূচিও দিয়েছেন বিএনপি নেত্রী।
আজ বুধবার গুলশানের ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি নিজেও এসব কর্মসূচিতে অংশ নিতে রাজপথে নামবেন বলে ঘোষণা দিয়েছেন।
খালেদা জিয়া বলেন, কারসাজির নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করার প্রহসন দুনিয়ার কেউ মেনে নেয়নি। দেশের মানুষ এই প্রহসনের নির্বাচন বর্জন করেছেন। সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে গায়ের জোরে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না।
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন