চট্টগ্রামে বিএনপির হরতাল স্থগিত
যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি বক্করকে গ্রেফতারের প্রতিবাদে রোববার চট্টগ্রাম মহানগরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল বিএনপি।
চট্টগ্রাম ব্যুরো
শুক্রবার
সন্ধ্যায় মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী সমকালকে বলেন,
"চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং জেএসসি ও জেডিসি পরীক্ষার কথা
বিবেচনা করে আমরা হরতাল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।"গত
বুধবার হরতাল চলাকালে নগরীর এনায়েত বাজার মোড় থেকে যুবদলের সহ-সভাপতি আবুল
হাশেম বক্করকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে
গত ২৫ অক্টোবর কোতয়ালী থানায় বিস্ফোরক আইনে করা একটি মামলায় তাকে গ্রেফতার
দেখানো হয়।
বক্করকে গ্রেফতারের প্রতিবাদে ওই দিনই
মহানগর বিএনপির পক্ষ থেকে আগামী রোববার চট্টগ্রাম মহানগরে সকাল-সন্ধ্যা
হরতালের ডাক দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন