প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে যোগদান শেষে শুক্রবার রাতে দেশে ফিরেছেন।তিনি এই সম্মেলনে যোগ দিতে দু’দিনের সরকারি সফরে বৃহস্পতিবার শ্রীলংকায় যান।সরকারি
বার্তা সংস্থা বাসস জানায়, শ্রীলংকার রাজধানী কলম্বোতে মাহিন্দ রাজাপাকসে
সম্মেলন কেন্দ্রে শুক্রবার সকালে সিএইচওজিএম’র তিন দিনব্যাপী সম্মেলন শুরু
হয়।প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী
বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে হযরত
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।প্রধানমন্ত্রী কলম্বোতে সিএইচওজিএম’র উদ্বোধনী অনুষ্ঠান ও ফটোসেশনে যোগ দেন এবং সম্মেলনের এঙিকিউটিভ সেশনে ভাষণ দেন।শেখ হাসিনা সম্মেলনের পাশাপাশি শ্রীলংকার প্রেসিডেন্ট রাজাপাকসে ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কে’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
প্রধানমন্ত্রীর
সফরসঙ্গীদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, এ্যাম্বাসেডর এ্যাট
লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান,
পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং প্রেস সচিব আবুল কালাম আজাদ ছিলেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন