উপমহাদেশের বৃহত্তম ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া
-
উপমহাদেশের বৃহত্তম ঈদ জামাতের জন্য কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগা মাঠের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে জামাত অনুষ্ঠানের জন্য পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে নিরাপত্তামূলক ব্যবস্থা।
এবার এ মাঠের ১৮৬তম ঈদ জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এ জামাতে ৩ লক্ষাধিক মুসল্লি অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা। বিদেশ থেকেও এ মাঠের ঈদ জামাতে মুসল্লিরা আসবেন বলেও জানান তারা। বৃহত্তম এ ঈদ জামাতে ইমামতি করবেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান ও জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মো. ফরিদ উদ্দিন মাসউদ। এ মাঠের রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর ৫ মিনিট, ৩ মিনিট ও ১ মিনিট আগে নামাজের প্রস্তুতি হিসেবে শর্টগানের গুলি ছোড়া হবে। মহিলাদের জন্য আরেকটি বড় জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জ এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও ঈদগা কমিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান জানান, কাতারের লাইন টানা, মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করা, রঙের প্রলেপ, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ মুসল্লিদের নামাজ পড়ার উপযোগী করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশও গ্রহণ করেছে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান জানান, বিশাল এবং ঐতিহ্যবাহী এ ঈদ জামাতের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে। ঈদের দিন পুলিশের পাশাপাশি র্যাবও নিরাপত্তার কাজে থাকবে।
এছাড়া বয়েজ স্কাউট, স্থানীয় স্বেচ্ছাসেবকারাও তৎপর থাকবে। থাকবে মেডিকেল টিম ও ফায়ার ব্রিগেডেও।
ঈদুল আজহা উপলক্ষে শোলাকিয়া ঈদগাহ ময়দানসহ কিশোরগঞ্জ শহরকে বিশেষভাবে সজ্জিত করা হয়েছে। রাস্তার দু’পাশে টানানো হচ্ছে রং বেরঙের পতাকা, কালেমা লিখা ব্যানার ও আলোকসজ্জা করা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে শোলাকিয়া স্পেশাল দুটি ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন