দর্শনায় পুলিশের গুলিতে ১ শিবিরকর্মী নিহত রোববার ৩ জেলায় আধা বেলা হরতাল




পবিত্র ঈদুল আজহার আগে কেন্দ্রীয় সভাপতিসহ দলের সব নেতাকর্মীর মুক্তির দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গার দর্শনায় মিছিলে পুলিশের গুলিতে এক শিবিরকর্মী নিহত হয়েছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী রোববার চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও ঝিনাইদহে আধা বেলা হরতালের ডাক দিয়েছে শিবির। চুয়াডাঙ্গা ও দামুড়হুদা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের গুলিতে রফিকুল ইসলাম (২০) নামে এক ছাত্রশিবির কর্মী নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে আরো দুইজন। তাদের একজনের নাম আবদুল্লাহ বলে জানা গেলেও অপরজনের পরিচয় জানা যায়নি। গতকাল বেলা ৩টায় জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরশহরে ছাত্রশিবির মিছিল বের করলে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। এ ঘটনার প্রতিবাদে রোববার চার জেলায় ছাত্রশিবির অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে জাহিদ (২০) ও শাকিলসহ (২২) তিনজনকে আটক করেছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ৩টায় দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড এলাকা থেকে ছাত্রশিবির একটি মিছিল বের করে। মিছিলটি কিছু দূর যাওয়ার পর পুলিশ মিছিলটিতে হামলা চালায়। এ সময় শিবিরকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ অতর্কিত মিছিলে গুলি বর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম নামে এক শিবিরকর্মী নিহত হয়। গুলিতে নিহতের মাথার খুলি উড়ে গেছে। সে চুয়াডাঙ্গা সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। গুরুতর আহত হয়েছে আরো দুইজন। ঘটনার পরপরই বিপুল পুলিশ গোটা এলাকা ঘিরে রাখে। পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী জানান, শিবিরের কর্মীরা দর্শনায় একটি পূজামণ্ডপে হামলা চালিয়ে ভাঙচুরের চেষ্টার সময় পুলিশ তা প্রতিরোধের চেষ্টা করে। এ সময় শিবিরকর্মীরা পুলিশের ওপর হামলা চালালে পুলিশ গুলি বর্ষণ করে। ঘটনার সময় পুলিশ ১৫ রাউন্ড গুলি বর্ষণ করেছে। জেলা জামায়াতের আমির আনোয়ারুল হক মালিক ও সহকারী সেক্রেটারি রুহুল আমিন জানান, শিবিরকর্মীরা শান্তিপূর্ণ মিছিল শেষ করে চলে যাওয়ার সময় পুলিশ পেছন থেকে গুলি চালায়। এতে শিবিরের কর্মী রফিকুল মারা যায়। পূজামণ্ডপ ভাঙচুরের সাথে শিবির কোনোভাবেই জড়িত নয়। পুলিশের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। আজ শুক্রবার দোয়া দিবসের আয়োজন করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আগামী রোববার চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদাহ ও কুষ্টিয়া জেলায় শিবির অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে। দর্শনাসহ জেলা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যাগ ব্যাগেজ দেখলে চালানো হচ্ছে তল্লাশি। রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে পুলিশের সাথে ছাত্রশিবিরকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে পাঁচ পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর রানীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর অলোকার মোড় থেকে একটি শান্তিপূর্ণ বিােভ মিছিল বের করে শিবির নেতাকর্মীরা। মিছিলটি রানীবাজার এলাকায় পৌঁছলে কোনো উসকানি ছাড়াই পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সাথে শিবিরকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষকালে শিবিরকর্মীরা পুলিশকে ল্য করে ইটপাটকেল নিপে করে। পুলিশও শিবিরকর্মীদের ল্য করে পাল্টা রাবার বুলেট ছোড়ে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে শিবিরকর্মীরা আরো কঠোর অবস্থান নিলে অতিরিক্ত পুলিশ গিয়ে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পাঁচ পুলিশ ও শিবিরকর্মীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহত পাঁচ পুলিশ হলো- কনস্টেবল রাফি, আলমগীর, মেহেদী, শাহরিয়ার ও নূরুজ্জামান। ছাত্রশিবিরের দাবি, পুলিশের হামলায় ছাত্রশিবিরের ১০ কর্মী আহত হয়েছে। নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় কেউ আটক হয়নি। কুমিল্লা সংবাদদাতা জানান, শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনসহ আটক নেতাদের মুক্তির দাবিতে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড়ে মহানগর শিবির সভাপতি মনির আহম্মেদ ও জামায়াত নেতা কাজী নজির আহম্মেদের নেতৃত্বে মিছিল বের করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় পুলিশ মিছিলে বাধা দিলে জামায়াত-শিবির ইটপাটকেল নিপে করে পাল্টা ধাওয়া করে। জামায়াত-শিবিরের কর্মীরা ইটপাটকেল নিপে ও অন্তত ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে বিপ্লব বড়–য়াসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। আহত পুলিশ সদস্যদের কুমিল্লা পুলিশ লাইনের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। সিলেট ব্যুরো জানায়, কেন্দ্রীয় সভাপতিসহ সব শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে সিলেট মহানগর শিবির গতকাল নগরীতে মিছিল ও সমাবেশ করেছে। কেন্দ্র ঘোষিত ঈদের আগেই শিবিরের কেদ্রীয় সভাপতিসহ সব শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে দেশব্যাপী বিােভ কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল-সমাবেশ করে। মিছিল-পরবর্তী সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপু বলেছেন, বর্তমান আওয়ামী নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দেশব্যাপী গণজোয়ার সৃষ্টি হয়েছে। এখন দেশের মানুষ তাদের কবল থেকে থেকে রেহাই পেতে চায়। এই সরকার মতায় আসার পর থেকে দেশপ্রেমিক ইসলামি শক্তি বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির, যারা অন্যায়, দুর্নীতি, অপশাসন, লুটপাটের বিরোধী তাদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করেছে। বগুড়া অফিস জানায়, গতকাল শহরের গোহাইল রোডের খান্দার এলাকায় ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় সভাপতি মো: দেলোয়ার হোসেনসহ জামায়াত-শিবিরের সব শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল-উত্তর সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বগুড়া শহর শাখার সভাপতি মো: আলাউদ্দিন সোহেল। ঝিনাইদহ সংবাদদাতা জানান, গতকাল সকাল ১০টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়ক থেকে একটি বিােভ মিছিল বের করে। মিছিলটি স্থানীয় প্রেস কাবের পাশে এসে পৌঁছলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় শিবির পুলিশকে ল্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় একটি ককটেল নিপে করা হয়। পুলিশ ৬ রাউন্ড শর্টগানের গুলি ও ৫ রাউন্ড টিয়ার শেল নিপে করে ছাত্রশিবিরকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে ছাত্রশিবির পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ সদস্য সোহান ও সজিব আহত হন। পুলিশ চার শিবিরকর্মীকে গ্রেফতার করে। দিনাজপুর সংবাদদাতা জানান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনসহ সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল দিনাজপুরে শহরে একটি বিােভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও দিনাজপুর শহর সভাপতি মতিউর রহমান। সিরাজগঞ্জ সংবাদদাতা জানান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো: দেলোওয়ার হোসেনসহ সব কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে শহর শিবিরের সভাপতি মো: রাশেদুল ইসলামের নেতৃত্বে সিরাজগঞ্জ শহরে বিােভ মিছিল করেছে শহর ছাত্রশিবির। সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিােভ করেছেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। একপর্যায়ে মহাসড়কের কয়েকটি স্থানে পেট্রোল ঢেলে আগুন দেয় তারা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল সকালে এ ঘটনা ঘটে। তবে কোথাও ভাঙচুর করতে দেখা যায়নি। নওগাঁ সংবাদদাতা জানান, গতকাল সকালে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল বের হয়ে তুলশিগঙ্গা ব্রিজ মোড় এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নাসির উদ্দিন। যশোর অফিস জানায়, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক শেখ এনামুল কবির বলেন, সরকারের জুলুম-নির্যাতনের প্রতিবাদ জানাতে ছাত্রসমাজ আজ পড়ার টেবিল ছেড়ে রাজপথে নামতে বাধ্য হয়েছে। জুলুমবাজ এই সরকারের পতন না হওয়া পর্যন্ত ছাত্রজনতা রাজপথে থাকবে। শিবির ও জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে গতকাল যশোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে বক্তৃতাকালে এনামুল কবির এ কথা বলেন। রংপুর অফিস জানায়, মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে নগরীর হুসনা এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর সভাপতি মোস্তাক আহমদ, সেক্রেটারি মো: আল আমিন হাসান, সাহিত্য সম্পাদক আসাদুজ্জামান শিমুল, শিা সম্পাদক মো: আব্দুর রাজ্জাক। সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, গ্রেফতারকৃত সব জামায়াত-শিবির নেতৃবৃন্দের মুক্তির দাবিতে গতকাল সকালে চট্টগ্রাম দণি জেলা শিবিরের উদ্যোগে সাতকানিয়ার কেরানীহাটে এক বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক রিয়াদ হোসেন রায়হান মিছিলে নেতৃত্ব দেন। ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে বিােভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মিছিলটি গোবিন্দগঞ্জ বাজার প্রদণি শেষে পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা জানান, গতকাল দুপুরে ছাগলনাইয়া পৌরসভার জমাদ্দার বাজারে বিশাল বিক্ষোভ ও সমাবেশ করেছে ছাত্রশিবির। করেরহাট সিএনপি স্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ রোডে সমাবেশ করে। বাঘা (রাজশাহী) সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর বাঘায় গতকাল সকাল ৮টায় শিবিরের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল করা হয়। বীরগঞ্জ-কাহারোল সংবাদদাতা জানান, দিনাজপুরের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের দশমাইলে গতকাল ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা-উত্তরের উদ্যোগে জেলা সভাপতি জাকিরুল ইসলামের নেতৃত্বে শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আ: কাদের মোল্লাসহ জামায়াত-শিবিরের জেলখানায় বন্দী সব নেতাকর্মীর মুক্তির দাবিতে বিােভ মিছিল ও সমাবেশ করেছে। কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, গ্রেফতারকৃত সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল বেলা ১১টায় দেশব্যাপী বিােভ মিছিল ও সমাবেশের অংশ হিসেবে বিােভ মিছিল করেছে ছাত্রশিবির মৌলভীবাজার শহর। রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, কেন্দ্রীয় সভাপতি মো: দেলাওয়ার হোসেনসহ গ্রেফতারকৃত সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল বেলা ১১টায় ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা এক বিােভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি পশ্চিম বাজার থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ শপিং সিটির সামনে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রলীগ ও জামায়াতের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার ফজুমিয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের পাঁচ নেতাকর্মী হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। কুড়িগ্রাম সংবাদদাতা জানান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিসহ সব নেতার মুক্তির দাবিতে বিােভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রশিবির। শিবির জেলা সভাপতি জাহাঙ্গীর আলম জুয়েলের নেতৃত্বে সকাল ৯টায় স্থানীয় কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি শেষে শহীদ জিয়া বাজারে এসে সমাবেশে মিলিত হয়। মেহেরপুর সংবাদদাতা জানান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা ছাত্রশিবির। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার সময় আমঝুপি হাট থেকে একটি মিছিল বের হয়ে আমঝুপি বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম। পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, গতকাল দুপুরে ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলাওয়ার হোসেনসহ সব নেতাকর্মীর মুক্তির দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাটে দণি জেলা ছাত্রশিবিরের উদ্যোগে এক বিশাল বিােভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিবির নেতা এ কথা বলেন। নাটোর সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে বিােভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির নাটোর জেলা শাখা। বৃহস্পতিবার বিকেলে শহরের হরিশপুর বাইপাস মোড় থেকে শুরু হয়ে চকরামপুর ঘুরে আবার হরিশপুর বাইপাস মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। পাবনা সংবাদদাতা জানান, গতকাল দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে গিয়ে সংপ্তি সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন শহর শিবিরের সেক্রেটারি মিনহাজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন শিবির নেতা গোলাম মোস্তফা, আবু দাউদ, মাহফুজুর রহমান প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা জানান, গতকাল সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আমির হোসেনের নেতৃত্বে জেলা শহরের টি এ রোড আশিক প্লাজার সামনে থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ কালীবাড়ি মোড় গিয়ে শেষ হয়। ফেনী অফিস জানায়, গতকাল দুপুরে ফেনী শহরে বিােভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। শহর সভাপতি তারেক মাহমুদ ও সেক্রেটারি মাঈনুল ইসলাম যোবায়ের মিছিলে নেতৃত্ব দেন। মানিকগঞ্জ সংবাদদাতা জানান, বিকেলে মানিকগঞ্জ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে জেলা সভাপতি আহমাদ আব্দুল্লাহর নেতৃত্বে জেলা সেক্রেটারি মোহাম্মদ নূরুল ইসলামের পরিচালনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির মানিকগঞ্জ জেলা শাখা।
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment