সিরিয়ায় রাসায়নিক অস্ত্র নির্দিষ্ট সময়ের মধ্যে ধ্বংস
নির্বিঘে শেষ করার জন্য যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা ওপিসিডব্লিউ। সংস্থার প্রধান আহমেত
উজুমকু এ আহ্বান জানান। রয়টার্স।
ওপিসিডব্লিউর প্রধান আহমদ উজুমকু বলেন, রাসায়নিক অস্ত্র ধ্বংসের জন্য হাতে
সময় খুব কম এবং যুদ্ধবিরতি হলেই এ সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব। সিরিয়ায়
চলমান লড়াইয়ের মধ্যে গোলাগুলির কারণে অস্ত্র পরিদর্শকদের প্রথমদিককার কাজ
বিঘিত হয়েছে। আহমদ বলেনসাময়িকভাবে যুদ্ধবিরতি হলে ল্য পূরণ করা সম্ভব
হবে বলেই আমি মনে করি। হেগ এ সাংবাদিকদের তিনি বলেন এ পর্যন্ত অস্ত্র
ধ্বংসের কাজে সিরিয়া কর্তৃপ সহযোগিতা করেছে। শেষ হয়েছে একটি স্থাপনার
পরিদর্শন কাজ। এরপর আগামী কয়েক সপ্তাহে পরিদর্শকদের ২০টি স্থান পরিদর্শন
করতে হবে বলে জানান আহমেদ। ওপিসিডব্লিউর বিশেষজ্ঞরা গত ৬ অক্টোবর থেকে
সিরিয়ায় রাসায়নিক অস্ত্রভাণ্ডারসহ এ ধরনের অস্ত্র তৈরির যন্ত্রপাতিগুলো
ধ্বংস করতে শুরু করেছে।
সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস করা নিয়ে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে
চুক্তি হওয়ার পর জতিসঙ্ঘ প্রস্তাবের আওতায় এ মিশন শুরু হয়। ২১ আগস্টে
সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে রাসায়নিক অস্ত্র হামলা নিয়ে আন্তর্জাতিক
অঙ্গনেভের মুখে ওই প্রস্তাব পাস করে জাতিসঙ্ঘ।
- Blogger Comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন