জনগণের ইচ্ছার বিরুদ্ধে রামপাল বিদ্যুত্ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার



বিএনপি গতকাল অভিযোগ করে বলেছে, যেনতেনভাবে নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সমর্থন পেতেই জনগণের ইচ্ছার বিরুদ্ধে রামপাল বিদ্যুত্ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সোমবার নয়াপল্টনে দলের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া গতকাল জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভাতেও একই অভিযোগ করেছেন। ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত 'কার স্বার্থে রামপাল বিদ্যুত্ প্রকল্প' শীর্ষক এক গোলটেবিল আলোচনায় ব্যারিস্টার রফিকুল আরো বলেন, ভারত সরকার নিজের দেশে বিদ্যুত্ কেন্দ্র স্থাপন করার জন্য বার বার চেষ্টা করেছে। কিন্তু সে দেশের জনগণের বিরোধিতার মুখে তা ব্যর্থ হয়েছে। তারা এই সুযোগটা নিয়েছে বাংলাদেশের কাছ থেকে। বাংলাদেশ সরকারও তাতে রাজি হয়ে গেছে। সরকার মনে করছে, ভারতের সমর্থন থাকলে যেনতেনভাবে নির্বাচন দিয়ে আবার ক্ষমতায় আসা যাবে।দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, কোনো ধরনের সমীক্ষা না করে এবং বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে রামপালে বিদুত্ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment