সুপ্রিম কোর্ট বারে মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা
আগামী ২৬ অক্টোবর সুপ্রিম কোর্ট বারে মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
নির্দলীয়
সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে রোববার রাজধানীর
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বিএনপি সমর্থিত সম্মিলিত পেশাজীবী
পরিষদের জাতীয় কনভেনশনে এই ঘোষণা দেয়া হয়েছে।
সম্মেলন
ফোরামের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
বলেন, সুপ্রিম কোর্ট বারের ওই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থাকবেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
আগামী
২৫ অক্টোবর ঢাকা মহানগরীতে প্রধান দুই দলের সমাবেশ কর্মসূচি ঘোষণার
প্রেক্ষিতে রোববার সকাল ৬টা থেকে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে
পুলিশ।এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পেশাজীবীদের এই সম্মেলন অনুষ্ঠান নিয়ে উৎকণ্ঠা সৃষ্টি হয়।পরবর্তীতে
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে কনভেনশনের অনুমতি দেয় পুলিশ। রোববার বিকেল সাড়ে
৩টার দিকে কনভেনশন শুরু হয়। খালেদা জিয়া কনভেনশনে যোগ দেন বিকেল ৪টার
দিকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন