সিরাজগঞ্জে মঙ্গলবার হরতাল ডেকেছে বিএনপি

সিরাজগঞ্জে মঙ্গলবার হরতাল ডেকেছে বিএনপিসিরাজগঞ্জে মঙ্গলবার হরতাল ডেকেছে বিএনপিজেলা বিএনপি বলছে, নেতাকর্মীদের নামে 'মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার ও পুলিশী হয়রানির' প্রতিবাদে তাদের এই কর্মসূচি।
সিরাজগঞ্জ প্রতিনিধিনেতাকর্মীদের নামে 'মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার ও পুলিশী হয়রানির' প্রতিবাদে সিরাজগঞ্জে মঙ্গলবার অর্ধদিবস হরতাল ডেকেছে জেলা বিএনপি।
 বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু সোমবার সকালে এই কর্মসূচি ঘোষণা করেন।ঢাকা মহানগরীতে সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে রোববার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি।
 পুলিশ জানিয়েছে, সিরাজগঞ্জে রোববার বিএনপির মিছিল থেকে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশ ভ্যান ও ক্লিনিক ভাংচুরের ঘটনায় ৬ শতাধিক বিএনপি নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, সহকারী উপ-পরিদর্শক মাসুদ বাদি হয়ে রোববার রাতে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের ১০০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ৫ শতাধিক ব্যক্তির নামে মামলা করেন।
 রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত ৩০ জনকে আটক করা হয়ে। এদের মধ্যে ৮ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment