শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু আসছে

জ্যোতির্বিদদের
গভীর মনোযোগ আকর্ষণ করা ধূমকেতুটির সন্ধান মেলে ২০১২ সালের সেপ্টেম্বরে।
তখন এটি ছিল সূর্য থেকে ৫৮ কোটি ৪০ লাখ মাইল দূরে। কিছুদিন পর আর খুঁজে
পাওয়া যাচ্ছিল না ধূমকেতুটিকে। জ্যোতির্বিদরা নতুন করে আশাবাদী হয়ে উঠলেও
আশঙ্কার মেঘ কিন্তু কেটে যায়নি। অনেকের ধারণা, সূর্যের কাছাকাছি পেঁৗছার
কারণে ৮ নভেম্বরের আগেই এর বরফ গলে যেতে পারে।এতে
বিরল এক দৃশ্য উপভোগ থেকে বঞ্চিত হবে বিশ্ববাসী। সূর্য থেকে তখন এর দূরত্ব
হবে ৭ লাখ ৩০ হাজার মাইল। তবে ধূমকেতুটি ক্ষতিগ্রস্ত হলেও গবেষকরা জানতে
পারবেন অনেক কিছু। মহাকাশ সম্পর্কে ধারণা হবে আরও উজ্জ্বল। তবে
জ্যোতির্বিদদের কেউ কেউ বলছেন, ধূমকেতুটির কেন্দ্র (নিউক্লিয়াস) ১ দশমিক ২
মাইল বিস্তৃত হওয়ায় এটি ধ্বংস হবে না। টিকে গেলে পথপরিক্রমায় আবার 'কমেট অব
দ্য সেঞ্চুরি' সৌরজগতের ভেতর আসবে হাজার হাজার বছর পর।বিজ্ঞানীদের
ধারণা, ওরট ক্লাউড থেকে সৃষ্টি হয়েছে এই ধূমকেতু। বরফময় পাথরের ওরট ক্লাউড
সূর্যের চারদিকে ঘুরছে। সূর্য থেকে এর দূরত্ব পৃথিবীর দূরত্বের তুলনায় ৫০
হাজার গুণ বেশি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন