অক্টোবর মাসেই দেশ অচলের আন্দোলন শুরু


পরিবার স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শত প্রতিবন্ধকতা ঠেলে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষগুলোর চোখে মুখে উচ্ছ্বাস পরিলক্ষিত হলেও বুকের ভেতরে কাজ করছে ভয় ও আতঙ্কঈদ পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মনে ভর করা আতঙ্ক ঈদের আনন্দকে অনেকটাই মাটি করে দিয়েছেব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি বিশেষ করে সন্তানদের সমাপনী পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা ঈদের ছুটি শেষ হওয়ার পরই ২৫ অক্টোবরকে ঘিরে প্রধান দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি ও বিরোধী দলের সরকার হঠানোর একদফার ঘোষণায় তারা অনেকটাই নিশ্চিত হয়ে গেছেন যে, ঈদের পর দেশের রাজনীতি সহিংসতায় রূপ নেবেআর এটি নিয়ন্ত্রণ করতে না পারলে সরকার জরুরি অবস্থা জারি করতে পারে বলেও শঙ্কা অনেকেরতাদের মতে, সংবিধান অনুযায়ী দেশে যুদ্ধপরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন কারণে জরুরি অবস্থা জারি করা যায়সম্প্রতি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের চেয়ারপার্সনের বক্তব্যে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা এই প্রশ্ন ঘনীভূত হচ্ছে সব মহলেঅনেকের ধারণা অনড় অবস্থানের কারণে আবারো ফিরে আসতে পারে জরুরি অবস্থা কিংবা ১/১১পরিস্থিতি কী হবে,, সে আশঙ্কা থেকেই যাচ্ছেদেশের এই পরিস্থিতিতে সামনে কী হয় তা কেবল আল্লাহ জানেননবম জাতীয় সংসদের মেয়াদ শেষ হবে আগামী ২৪ জানুয়ারিসংবিধান অনুযায়ী দশম জাতীয় সংসদের নির্বাচন হতে হবে ২৪ জানুয়ারির পূর্ববর্তী ৯০ দিনের মধ্যেসে হিসেবে আগামী ২৭ অক্টোবর থেকে ২৪ জানুয়ারি ২০১৪ সালের মধ্যে নির্বাচন হতেহবেজাতীয়নির্বাচনসংক্রান্ত এ বিধান সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৩(ক) উপদফায় উল্লেখ রয়েছেসাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই আগামী ২৭ অক্টোবরের আগে নির্বাচনের তারিখ
ঘোষণা করতে হবেতবে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কী হবে, মন্ত্রিসভা থাকবে কি থাকবে না, সে বিষয়ে জটিল তর্কে মেতেছে উভয় জোটতার মাঝে আবার সংসদ অধিবেশনের মেয়াদ বাড়ানোর বিষয়টি মড়ার উপর খাড়ার ঘাহয়ে দেখা দিয়েছেএ নিয়েই দেশে সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে
এর আগে অবশ্য সরকারের পক্ষ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সংসদ চালানোর কথা বলা হয়েছিল একাধিকবারস্পিকারও অধিবেশন শুরু দিনে একই ঘোষণা দিয়েছিলেনকিন্তু দলের সিনিয়র এমপিদের পরামর্শে সরকার আগের অবস্থান পাল্টে ফেলেছেসংসদ এবং মন্ত্রিসভা বহাল রেখেই দলীয় সরকারের অধীনে নির্বাচনের পথে এগোচ্ছে সরকারকিন্তু দলীয় সরকারের অধীনে কোনো অবস্থাতেই নির্বাচনে যাবে না বিরোধীদলীয় জোটতাদের এক দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনএ কারণে তারা সরকারকে পদত্যাগে বাধ্য করতে ২৫ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছেপ্রতিরোধের ডাক দিয়ে পাল্টা সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগওএ রকম যুদ্ধংদেহী অবস্থানের কারণেই ২৫ অক্টোবরকে ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছেবাড়ছে অস্থিরতা, শঙ্কাকী হবে ২৫ অক্টোবররাজনীতিক বিশ্লেষক ও সাধারণ মানুষ বলছেন, এ রকম পরিস্থিতি ঘটেছিল ২০০৬ সালের ২৮ অক্টোবরতৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিনের পদত্যাগ দাবিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ও চারদলীয় জোটের মধ্যে ঢাকায় ভয়াবহ সংঘর্ষ বাধেপ্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় বিপক্ষ দলের কর্মীদেরপরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর হস্তক্ষেপে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের পদ থেকে ইয়াজউদ্দিন পদত্যাগ করেন সে কারণেই বহুল আলোচিত ওয়ান-ইলেভেনের সৃষ্টি হয়েছিলএবারো অক্টোবর মাসেই দেশ অচলের আন্দোলন শুরু হচ্ছেফলে সংঘাত অনিবার্য ভেবেই শঙ্কিত হয়ে পড়েছেন  দেশর সাধারণ  জনগন  ।111
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment