মাদকদ্রব্য রাখার অপরাধে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

মাদকদ্রব্য রাখার অপরাধে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জে মাদকদ্রব্য রাখার অপরাধে যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত একটায় শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- যুবলীগ নেতা আমিনুল ইসলাম লিপু (৩২), পলাশ (২৫) ও সমীর চন্দ্র দে (২৮) ।এ সময় তাদের কাছ থেকে ৫৫০ পিছ ইয়াবা ও ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এস আই আশরাফুল ইসলাম জানান, নিতাইগঞ্জ মোড়ে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশী করে ৫৫০ পিস ইয়াবা ও ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে লিপু স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে সে কোন পদে নেই
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment