ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক


ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: বাংলা
 প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ঢাকা-চট্টগ্রাম ও  চট্টগ্রাম-সিলেট রুটের ট্রেন চলাচল।বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম রুটের সীতাকুণ্ডে তূর্ণা-নিশীথা এক্সপ্রেসের একটি ট্রেন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রামের পাহাড়তলির রেলওয়ে কন্ট্রোল রুমের একাধিক কর্মকর্তা বাংলানিউজকে জানান, ভোর পৌনে ৬টার দিকে সীতাকুণ্ডের কাছাকাছি গুণবড়ি এলাকার কাছে তূর্ণা-নিশীথার একটি বগি আলাদা হয়ে যায়। এ ঘটনায় বন্ধ হয়ে যায় চট্টগ্রাম-ঢাকা এবং চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল ।সকাল সোয়া ৯টার দিকে কন্ট্রোল রুম থেকে ট্রেন চলাচল পুনরায় শুরুর খবর নিশ্চিত করা হয়।
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment