ইউরেনিয়াম সমৃদ্ধের অধিকারে ছাড় দেবে না ইরান



আসন্ন ছয় জাতিগোষ্ঠীর সাথে ইরানের বৈঠক সম্পর্কে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, 'শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারে সামান্যতম ছাড় দেবে না ইরান। তবে উইন-উইন বা দুইপক্ষের স্বার্থ রক্ষা হয় এমন একটি আলোচনার জন্য পরিমান ও মাত্রার ক্ষেত্রে ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তেহরান।' খবর তেহরানের।আব্বাস আরাকচি বলেন, 'জেনেভায় আসন্ন আলোচনায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা এবং ইরানি জনগণের পরমাণু অধিকার রক্ষা করার বিষয়টি তেহরানের লাল সীমারেখা হিসেবে বিবেচিত হবে। এতদিন ধরে সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিষয়টিও লাল সীমারেখা হিসেবে গণ্য হবে এবং ইরানের এক গ্রাম ইউরেনিয়ামও দেশের বাইরে পাঠানো হবে না।'উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'আন্তর্জাতিক সনদের মাধ্যমে ইরানি জনগণকে যে সব অধিকার দেয়া হয়েছে তা থেকে আমরা এক বিন্দু পরিমাণ পিছু হটবো না।'উল্লেখ্য, আগামী ১৫ ও ১৬ অক্টোবর জেনেভায় ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর (চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা এবং জার্মানি) মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment