সংসদ ২৪ অক্টোবরের পরও চলতে পারে

সংসদ ২৪ অক্টোবরের পরও চলতে পারে: প্রধানমন্ত্রীআওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে একথা বলেছেন শেখ হাসিনা।সমকাল প্রতিবেদকসংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা সৃষ্টি না করতে বিরোধী দলকে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংসদ ২৪ অক্টোবরের পরও চলতে পারে: প্রধানমন্ত্রী একইসঙ্গে বিরোধী দলের বিরোধিতা সত্ত্বেও সংসদের চলতি অধিবেশন চালিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি এসব কথা বলেন।সংবিধানের ১২৩ এবং ৭২ নম্বর ধারা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “সংবিধানের এ দুটি ধারা অনুযায়ী সংসদ অধিবেশন চালানোয় কোনো বাধা নেই। ২৪ অক্টোবরের পর সংসদ চলতে পারবে না, এটা সংবিধানের কোথাও লেখা নেই। শুধু ৬০ দিনের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।”
 তিনি বলেন, “নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিন পর্যন্ত সংসদ অধিবেশন বসতে পারে, যদি রাষ্ট্রপতি সংসদ ভেঙে না দেন।”প্রধানমন্ত্রী বলেন, “রাষ্ট্রপতি যদি সংসদ ভেঙেও দেন, তাহলেও জরুরি প্রয়োজনে সংবিধান অনুযায়ী আবারও সংসদ অধিবেশন ডাকতে পারেন। যারা ২৪ অক্টোবর নিয়ে কথা বলছেন বা লেখালেখি করছেন, তারা সংবিধানের ১২৩ এবং ৭২ নম্বর ধারা পড়ে বলুন কিংবা লিখুন, তাহলে বিভ্রান্তির সৃষ্টি হবে না।”
 খালেদা জিয়াকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, “বিরোধী দলের নেতা বলছেন, রোজ কেয়ামত নেমে আসবে। আপনি রোজ কেয়ামত নামিয়ে আনবেন? জনগণকে রক্ষায় অতীতেও যা করেছি, এবারও তাই করব।”নির্বাচন কমিশন নিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “বিরোধীদলীয় নেতাসহ সব রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে সার্চ কমিটি গঠনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এ নির্বাচন কমিশনের অধীনেই পাঁচটি সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অতএব এ নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।”বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের প্রমুখ।
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment