ঈদকে সামনে রেখে সাভার-ধামরাই-আশুলিয়া
মহাসড়কে বেড়ে গেছে হাইওয়ে পুলিশের
চাঁদাবাজি। রাতের আঁধারে
মহাসড়কে বিভিন্ন মালবাহী ও গরুর গাড়ি থামিয়ে তারা মোটা অংকের টাকা আদায় করছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী ও
পরিবহন শ্রমিকরা।পরিবহন শ্রমিক সূত্রে জানা যায়, সাভার হাইওয়ে থানা পুলিশের
সদস্যরা রাত ১০টার পর
ঢাকা-আরিচা, নবীনগর- কালিয়াকৈর ও বাইপাইল-আবদুল্লাহপুর
মহাসড়কে দূর পাল্লার
যাত্রীবাহী
বাস ও মালবাহী ট্রাক থামিয়ে বিভিন্ন অজুহাতে আদায় করছেন নগদ টাকা। ফুরকান নামের
এক ট্রাক চালক যুগান্তরকে জানান,
রোববার
রাত সাড়ে ১০টার সময় পলাশবাড়ি
এলাকায় তার মালবাহী ট্রাক থামিয়ে কাঁচামালের কথা শুনে পুলিশ অজুহাত তোলে ট্রাকে কাঁচা মালের
ভেতর ফেনসিডিল রয়েছে। এরপর
আমার কাছ থেকে গাড়ির চাবি
ছিনিয়ে নেন এবং মালের মালিকের সন্ধান করেন। আমি পুলিশের কাছে কাঁচামালের মালিক ঢাকার কারওয়ান
বাজারের ব্যবসায়ীর মোবাইল নম্বার দিলে তিনি মালিকের সঙ্গে কথা বলে রাত সাড়ে ১২টা পর্যন্ত আমাকে গাড়িতে
বসিয়ে রাখার পর ৫ হাজার টাকা
তাদের দিতে বাধ্য হন। একইভাবে
ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা
বাসস্ট্যান্ডের
কাছে ধামরাই ফায়ার সার্ভিস অফিসের সামনে রাতভর হাইওয়ে পুলিশের চাঁদাবাজি চললেও যেন
দেখার কেউ নেই। একইভাবে
মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যেমন-
ধামরাইয়ের বারোবারিয়া,
বাটুলি, কালামপুর ঢুলিভিটা, ইসলামপুর আশুলিয়ার নয়ারহানিরিবিলি, নবীনগর, বিশমাইল, প্রন্তিকগেট, ডেইরিগেট, পলাশবাড়ি, বাইপাইল, জিরানি, কবিরপুর, জামগড়া, নরসিংহপুর, জিরাবো, আশুলিয়ার টুলপ্লাজা, এছাড়াসাভারেরবিপিএটিসি,রেডিওকলোনি, গেণ্ডা, উলাইল, ফুলবাড়িয়া জোড়পুল, হেমায়েতপুর, বলিয়ারপুর ও আমিনবাজার
বাসস্ট্যান্ডে রাতভর
চলছে
চাঁদাবাজি।
এসব
বাসস্ট্যন্ডের কোথাও স্থায়ীভাবে নয়। রাতের একেক সময়
একেক
বাসস্ট্যান্ডে চাঁদাবাজি করছে হাইওয়ে পুলিশ। এভাবে ভোর পর্যন্ত চলে তাদের এ চাঁদাবাজি। বিভিন্ন
সূত্রে জানা যায়, প্রতিরাতে
হাইওয়ে পুলিশ কমপক্ষে
শতাধিক যানবাহন থেকে এভাবে টাকা আদায় করছে। এসব টাকাআদায়ে সহযোগিতা করে তাদের নিজস্ব কতিপয়
দালাল। সাভার হাইওয়ে
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
মাহবুবুর রহমানের কাছে মহাসড়কে চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে তিনি যুগান্তরকে বলেন, আমার জানামতে সাভার হাইওয়ে পুলিশ
কর্তৃক মহাসড়কে কোনো
চাঁদাবাজির ঘটনা ঘটেনি।
- Blogger Comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন