অনেক কস্টে জীবন জাপন করছে সাধারন মানুষ


গত কয়েক দিনের টানা বর্ষণে দুর্ভোগে পড়েছেন ডিএনডিবাসীজলাবদ্ধতার কারণে ডিএনডি বাঁধের ভেতরে অন্তহীন দুর্ভোগের সৃষ্টি হয়েছেঅনেক এলাকায় পানিতে তলিয়ে গেছে রান্না ঘর, টয়লেট ও ঘরের মেঝেসড়কের কোথাও হাঁটু আবার কোথাও কোমর সমান পানিফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বাঁধের ভেতরে বসবাসকারীরা কিছু কিছু এলাকায় চলাচল করতে হচ্ছে নৌকার সাহায্যেএকদিকে খালগুলো দূষিত অন্যদিকে অবৈধ দখলদারদের কবলে পড়ে ভরাট হয়ে পড়ায় পানি নামতে পারছে না
সরেজমিন দেখা যায়, দুর্বিষহ জীবনযাপন করছেন ডিএনডি এলাকার বাসিন্দারাকিছু কিছু এলাকার বেশিরভাগ সড়ক পানিতে তলানকিছু কিছু বাসিন্দারা তাদের বাসা ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র, উঁচু বাড়িতেসিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় গিয়ে দেখা গেছে, কোমর সমান পানি মাড়িয়ে এক গৃহিণী তার বাসায় যাচ্ছেনআবার অনেক ছাত্রছাত্রী হাঁটু সমান পানি মাড়িয়ে বিদ্যালয়ে যাচ্ছেউত্তর জালকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের মতো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠায় স্কুল বন্ধ রয়েছেএদিকে জালকুড়ি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষে হাঁটু পানিপানিতে তলিয়ে যাওয়ার কারণে ঠিকমতো ক্লাস করতে পারছে না শিক্ষার্থীরা অনেকে বিকল্প হিসেবে পাশের বাড়িতে গিয়ে ক্লাস করছেস্কুলের প্রধান শিক্ষিকা সুলতানা নীলা জানান, শ্রেণীকক্ষ ও লাইব্রেরিতে পানি ওঠার করাণে বালুর বস্তা দিয়ে কিছুটা উঁচু করা হয়েছেবর্তমানে শ্রেণীকক্ষে প্রায় ৩ ফুট পানি রয়েছেটানা বৃষ্টির কারণে দিন দিন পানি বেড়েই চলেছেডিএনডির অভ্যন্তরে ডাইং কারখানার এসিডযুক্ত ময়লা পানির কারণে দুর্গন্ধের পাশাপাশি এলাকাবাসী নানা সমস্যার মধ্যে রয়েছেনমিজমিজি পূর্বপাড়া মুজিববাগ এলাকার শাহজাহান জানান, বৃষ্টির পানিতে মৎস্য চাষ করায় এ এলাকাসহ কদমতলী ও মিজমিজিসহ অনেক এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছেওই মৎস্য চাষীরা এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে প্রতিবাদ করতে পারছে নাএর কারণে অনেক রাস্তাও ডুবে গেছেডিএনডি পাম্প হাউস নির্বাহী প্রকৌশলী গোলাম সরোয়ার জানান, অতিমাত্রায় আর বৃষ্টি না হলে কয়েক দিনের মধ্যেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ডিএনডি এলাকাডিএনডি বাঁধ এলাকায়পানিনিষ্কাশনের জন্য ১২৮ কিউসেক চারটি পাম্প রয়েছে কিন্তু একসঙ্গে ৪টি পাম্পচালাতে না পারায় ৩টি দিয়ে পানি নিষ্কাশন করা হচ্ছেবিদ্যুতের লোডশেডিং ও যান্ত্রিক ত্রটির কারণে কখনও কখনও ২টি পাম্প চালান হয়
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment