২৫ তারিখেরসমাবেশ ব্যর্থ করতেষড়যন্ত্র করছে সরকাররিজভী
-
১৮দলীয় জোটের ২৫ অক্টোবরের সমাবেশ ব্যর্থ করতে সরকার নানা দিক থেকে ষড়যন্ত্র
করছে বলে অভিযোগ করেছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
মঙ্গলবার রাত ১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে
তিনি এ অভিযোগ করেন। আগামী ২৫ তারিখ জনগণ এই সরকারের কাছ থেকে ক্ষমতা
ছিনিয়ে নেবে বলেও মন্তব্য করেন তিনি।রুহুল কবির রিজভী বলেন, আগামী ২৫
অক্টোবর ১৮দলীয় জোটের নেতাকর্মীরা পদাতিকের ভূমিকা পালন করবে। গণতান্ত্রিক
ভাষা ধারণ করে বেগম খালেদা জিয়ার জনসভায় যাবে। সরকার যদি এই কর্মসূচি
ব্যর্থ করতে দমন পীড়ন করে তবে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আর্টিলারী
বাহিনীতে পরিণত হবে। সেখান থেকে যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। বিজয়
লাভ করা পর্যন্ত সে আন্দোলন চলতে থাকবে। আমাদের নেতারা মরণপণ শপথ নিয়েছে।সরকার
সারা বাংলাদেশে দমন পীড়ন করে শঙ্কা তৈরি করেছে বলে মন্তব্য করে বিএনপির এই
নেতা বলেন, সমাবেশ ব্যর্থ করতে সরকার নানা দিক থেকে ষড়যন্ত্র করছে। তাদের
মতো করে বিভিন্ন চক্রান্তে মেতে উঠেছে। আমরা গণতন্ত্র থেকে ফিরতে চাই না।
তিনি বলেন, জনগণের অগ্রগামী অংশ এবং প্রতিনিধি হিসেবে বিএনপি এবং ১৮দলীয়
জোট দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রস্তুতি গ্রহণ করেছে। ২৫ তারিখের সভা সফল
হবেই।সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনী বিরোধী দলের নেতাদের বাসায়
তল্লাসীর নামে হয়রানি করছে অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, সরকারকে
সাবধান করে বলতে চাই, বিরোধী দলের বাড়িতে হামলা করেন, এর ফল শুভো হবে না।
ফিরে আসুন অন্যথায় পরিণতি ভাল হবে না। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে
শক্তভাবে সমালোচনা করায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে
গ্রেফতারের উদ্দেশ্যে তার বাসায় গিয়েছে। তল্লাসীর নামে পরিবারের সদস্যদের
হয়রানি করেছে। সংবাদসম্মেলনে এসবের তীব্র নিন্দা প্রতিবাদ ও ধিক্কার জানান
রিজভী আহমেদ
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন