আন্দোলনের প্রস্তুতি বিএনপির


আন্দোলন দমনে সরকারের কঠোর অবস্থান ঘোষণা সত্ত্বেও নমনীয় হবে না বিরোধী দল, বরং জোটভুক্ত দলগুলোকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে তারা সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া গেছেবিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা সোমবার যুগান্তরকে জানিয়েছেন, যে কোনো মূল্যে তারা ২৫ অক্টোবরের ঢাকার জনসভা সফল করবেনএরপর তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে চাপ সৃষ্টির জন্য ধাপে ধাপে তারা কঠোর আন্দোলনের দিকে যাবেনসূত্রমতে, ২৫ অক্টোবর ঢাকায় জনসভা করার জন্য সরকার অনুমতি না দিলেও জনসভা স্থলে যাওয়ার চেষ্টা করবেন দলটির নেতাকর্মীরাসরকার এতে কঠোর হলে পুরো ঢাকায় অবস্থান কর্মসূচি নেয়া হবেপাশাপাশি ঘোষণা করা হবে লাগাতার অবরোধ কর্মসূচিতবে পরিস্থিতি যাই দাঁড়াক, এবার আর পিছু হটবে না বিরোধী দলদলটির নেতাকর্মীদের যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছেএ প্রশ্নে শীর্ষ পর্যায় থেকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছেজানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন, গত পাঁচ বছরের আন্দোলনে বিরোধী দল একবারের জন্যও সহিংসতা সৃষ্টি করেনিধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করেছেতিনি বলেন, এখনও আমরা আশা করব সরকার গণতান্ত্রিক আচরণ করে দেশে সংঘাত সৃষ্টি থেকে বিরত থাকবেঢাকায় তারা জনসভার অনুমতি দেবেআর একান্ত না দিলে সে পরিস্থিতি রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে সরকারকে মোকাবেলার প্রশ্নে এবারে কোনো ছাড় দেয়া হবে নামহানগরী বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা যুগান্তরকে বলেন, ঢাকায় জনসভা আমরা করবইকারণ এটা আমাদের গণতান্ত্রিক অধিকারসরকার এতে বাধা দেবে বলে আমরা মনে করি না তবে একান্তই তারা যদি এতে বাধা দেয় সে পরিস্থিতিও আমরা মোকাবেলা করবকারণ দেশের জনগণ আমাদের সঙ্গে আছেতিনি বলেন, গত পাঁচ বছরে অনেক ছাড় দেয়া হয়েছেআর নয়এদিকে ঢাকার জনসভা সফল করার জন্য মহানগরী বিএনপির যৌথসভায় সোমবার দলের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেয়া হয়েছেসাদেক হোসেন খোকা সভায় দলের নেতাকর্মীদের পরিস্থিতি মোকাবেলায় দা, কুড়াল ও বল্লম হাতে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেনসভায় ফখরুল যা বলেন : মহানগরী বিএনপির যৌথসভায় সোমবার দেয়া বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ভীত সন্ত্রস্ত হয়ে সংসদের মেয়াদ বাড়ানোর কৌশল নিয়েছেকারণ তারা জানে, সংসদের মেয়াদ শেষ হলে তাদের অস্তিত্ব থাকবে নাতাই আওয়ামী লীগ এই কৌশল নিয়েছেতবে যে দিনই সংসদ ভেঙে দেয়া হবে সেদিন থেকেই সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে নাদেশের মানুষ তৈরি হয়ে আছে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটাবে২৫ অক্টোবরের মহাসমাবেশকে সামনে রেখে ঢাকা মহানগর বিএনপির যৌথসভা সোমবার নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত হয়সাদেক হোসেন খোকার সভাপেিত্ব অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, যুগ্ম-আহ্বায়ক আবুল বাশার, আবদুল কাইয়ুম, মোঃ শাহাবউদ্দিন, আবদুল নকিসহ মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন২৫ অক্টোবরের কথা স্মরণ করিয়ে দিয়ে মির্জা ফখরুল বলেন, কোয়ার্টার, সেমি ফাইনাল শেষএখন ফাইনাল রাউন্ডে খেলার সময় মাত্র ৭ দিন এরমধ্যে সম্পূর্ণ প্রস্তুতি নিতে হবেএই খেলায় জয়ী হতে হবেঅন্যথায় অস্তিত্ব থাকবে নাব্যর্থ হলে জনগণের কাছে জবাবদিহি করতে হবেতিনি বলেন, এখন পথ একটাই দুর্বার গণআন্দোলন, দুর্বার গণআন্দোলন, দুর্বার গণআন্দোলন এবং সরকারের পতন২৫ তারিখ সমাবেশে বাধা আসতে পারেতা মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে, সমাবেশ সফল করতে হবেতারপর খালেদা জিয়া যে কর্মসূচি দেবেন তা শতভাগ সফল করতে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সমগ্র দেশের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা বারবার চেষ্টা করেছি শান্তিপূর্ণভাবে ও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করারকিন্তু সরকার সমঝোতার মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না বলেই তারা সংলাপে বসেনিকারণ তারা জানে নির্বাচন হলে আবার তাদের ভোট দিয়ে জনগণ নির্বাচিত করবে নাএজন্যই তারা সংবিধান পরিবর্তন করেছেফখরুল অভিযোগ করে বলেন, সরকার জঙ্গিবাদের অপবাদ দিয়ে বিদেশীদের বুঝাতে চায় বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া যাবে নাবিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে হবেসেজন্য কোনো আলাপ-আলোচনা চায় নাআওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, এই শেষ মুহূর্তে এসে কোনো নির্যাতন বেইমানি ও মোনাফেকি করলে জনগণ ছাড়বে নাপালাবার পথ পাবেন নাআমরা জানতে পেরেছি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ইতিমধ্যে বিদেশে চলে গেছেনঅনেকে বিদেশে বাড়ি তৈরি করেছেনসভাপতির বক্তব্যে সাদেক হোসেন খোকা হুশিয়ারি দিয়ে বলেন, ২৫ তারিখের জনসভায় আমরা কোনো প্রকার আক্রমণের শিকার হলে কিংবা বিগত সময়ের মতো লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার চেষ্টা হলে প্রয়োজনে দলের নেতাকর্মীরা দা, কুড়াল, বল্লম, কাতরা, সরকি, টেঁটাসহ যার যা কিছু আছে তাই নিয়ে সারা বাংলাদেশে পাল্টা আক্রমণ করবেদরকার হলে কোরবানি হয়ে যাব তবুও আন্দোলন সফল করব এমন ঘোষণা দিয়ে তিনি বলেন, আমাদের দুটি বিষয় প্রস্তুতি নিতে হবেএক সমাবেশ সফল করা, দ্বিতীয়ত আক্রমণ হলে যে কোনোভাবে মোকাবেলা করাএবার কোনো ছাড় দেয়া হবে না

Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment