
দলীয়
সরকারের অধীনে নির্বাচনের পরিকল্পনা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়ে
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, 'ভালোয়
ভালো পরিকল্পনা থেকে সরে এসে জনগণের দাবি মেনে নিন। অন্যথায় জনগণকে সঙ্গে
নিয়ে নীলনকশা প্রতিহত করা হবে।' আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে
স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের ২২তম
শাহাদত্বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।ড.
মোশাররফ বলেন, 'সমপ্রতি একটি জাতীয় দৈনিকের জনমত জরিপে দেখা গেছে দেশের
অর্ধেকের বেশি মানুষ বিএনপিকে ভোট দেয়ার জন্য প্রস্তুত। দেশের ৯০ ভাগ
মানুষই তত্ত্বাবধায়ক পদ্ধতিতে নির্বাচন চায়। তাই বিএনপির মতো জনপ্রিয় দলকে
বাদ দিয়ে সরকার একতরফা নির্বাচনের সাহস দেখালে তার পরিণতি ভালো হবে না।'তিনি
আরও বলেন, 'সরকারের নিজস্ব রিপোর্টে বলা হয়েছে, দলীয় সরকারের অধীনে
নির্বাচন হলে দেশের ৬৪টি জেলার মধ্যে ২৪টিতে ভোটের বাক্স নিয়ে যাওয়া যাবে
না। আর ২০টি জেলায় ভোটের বাক্স নিতে পারলেও দিন শেষে তা ফিরিয়ে আনা যাবে
না। আর ২০টি জেলায় গায়ের জোরে ১০ ভাগ ভোট কাস্ট করতে পারবে। এ কথা বুঝতে
পেরেই সরকার একতরফা নির্বাচন করতে চায়। কিন্তু তা হতে দেয়া হবে না।'জেহাদ
স্মৃতি পরিষদের সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন
বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা সম্পাদক খায়রুল কবির
খোকন, আন্তর্জাতিক সম্পাদক নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সাধারণ সম্পাদক
শিরিন সুলতানা ।
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন