বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়া
বলেছেন আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীর নৈতিকতা ধ্বংস করে
ঘাতক বাহিনীতে
পরিণত করা
হয়েছে। গত
২৬ ডিসেম্বর
থেকে ২৭
জানুয়ারি পর্যন্ত
এক মাসে
সারাদেশে ৩০২
জন রাজনৈতিক
নেতাকর্মীকে খুন ও গুম করেছেন
।বেগম খালেদা জিয়া আর বলেন এই এক মাসে
ঠাকুরগাঁওয়ে বিএনপি ও ছাত্রদলের চার
নেতা ও দিনাজপুরে
৫ জন
এবং নীলফামারীতে বিএনপি-ছাত্রদল
ও যুবদেলর
৬ জন
খুন ও
৯ জনকে
গুম করা
হয়েছে। যারা
গুম হয়েছেন
তারা সকলেই
ছিলেন বিএনপি ও ছাত্রদল
এবং স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা কর্মী ।মঙ্গলবার বিকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে
এক সংবাদ
সম্মেলনে বেগম
জিয়া এসব
কথা বললেন
।বেগম খালেদ জিয়া আনুমানীক বিকাল ৪টা
৩৫ মিনিট
থেকে ৩৮ মিনিটে তিনি হোটেলে পৌঁছান। বক্তব্য
শুরু করেন
৪টা ৪০
মিনিটে।বেগম খালেদা
জিয়া আর বলেন তামাশার ও নাটকীয় নির্বাচনের মাধ্যমে গঠিত এই সরকারের
বেশির ভাগ
মন্ত্রী-এমপি
জনগণের ভোটে
নির্বাচিত হয় নাই। তাই এই সরকার কোন বৈধ
সরকার নয় তারা সম্পূন্য ভাবে অবৈধ
সরকার।তাই ভর্তমান আওয়ামীলীগ অবৈধ সরকারের
মুখে জনগণের
কথা শোভা
পায় না।বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর বলেছে এখন
বাংলাদেশে কোন গণতন্ত্র নাই। গণতন্ত্রকে
হত্যা করে
এই সরকার
ক্ষমতায় বসেআছেন।
তারা প্রতিদ্বন্দ্বী
সকল দলকে
ধ্বংসের ষড়যন্ত্র
করছেন। এভাবে
তারা অবৈধ
শাসনকে প্রলম্বিত
করার পাঁয়তারা
করছেন।বেগম খালেদা জিয়া জোর দাবী করে আর বললেন ৫ জানুয়ারির নির্বাচনের
দিন জনগনের পাঁচ ভাগ
ভোট ব্যলোট বাক্যেসে পড়েনি ।
তার পরেও তারা কি করে সরকারের দাবী করে ।
এবং বেগম খালেদা জিয়া আর
বলেন এই নির্বাচনে যারা অংশ করেছেন
তারা তাদের মধ্যে আগে
থেকেই আসন ভাগাভাগি করেনিয়েছেন।
বিএনপিকেও এক-ভাগ দিতে চেয়েছিলেন।
কিন্তু আমরা
তা গ্রহণ
করিনাই। আমরা
চেয়েছিলাম একটি অবাধ, সুষ্ঠু ও
নিরপেক্ষ নির্বাচন হোক কিন্তু
তা তরা করেন নাই ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন