রওশন এরশাদবলেছেন হোসাইন মোহাম্মদ এরশাদের নির্দেশেই নির্বাচনে গেছে জাতীয় পার্টি



 জাতীয় পার্টি এরশাদের নির্দেশেই নির্বাচনে গিয়েছে বলে জানিয়েছেন পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ। তিনি বলেন, এরশাদ অবশ্যই শপথ নেবেন। তবে তিনি বিরোধীদলীয় নেতা হবেন না। কারণ তিনি একজন রাষ্ট্রপতি ছিলেন। তিনিই আমাকে বিরোধীদলীয় নেতা হবার সমর্থন দিয়েছেন।
বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে সংসদ ভবনে দলের এমপিদের নিয়ে বৈঠকে বসেন তিনি।
রওশন এরশাদ বলেন, পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচনের যাওয়ার নির্দেশ দিয়েছেন বলেই আমরা নির্বাচনে গিয়েছি। আগামীতে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জন্য তিনি আহবান জানান।
রওশন এরশাদ বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাসী বলেই দশম জাতীয় সংসদ নির্বাচনে জাপা অংশ নিয়েছে।
কিন্তু দেশের মানুষের মনের ভাষা উপলব্ধি করে জাপা চায় সংঘাত ও কর্মসূচির পথ পরিহার করে সংবিধানের আওতায় আগামীতে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে চলমান রাজনৈতিক সংঘাত বন্ধ হোক।
এক প্রশ্নের জবাবে রওশন এরশাদ বলেন, সব দলের সাথে আলোচনার মাধ্যমে একটি মধ্যবর্তী নির্বাচন হতে পারে।
সংসদ ভবনের ওই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিন, দলের প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, তাজুল ইসলাম চৌধুরী, মজিবুল হক চুন্নু, মশিউর রহমান রাঙা, অ্যাডভোকেট সালমা ইসলাম প্রমুখ।
 
- See more at: http://www.jugantor.com/current-news/2014/01/08/57285#sthash.3XvMCuVF.dpuf
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment