অসহ্য শীত ও তুষার যুক্তরাষ্ট্রে সাড়ে চার হাজার ফ্লাইট বাতিল



যুক্তরাষ্ট্রে অসহ্য শীত ও তুষারপাতের কারণে বিভিন্ন বিমান সংস্থার হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। প্রবল তুষারপাত এবং তাপমাত্রা কোথাও কোথাও মাইনাসের অনেক নিচে নেমে যাওয়ায় পানির আধারগুলো বরফে পরিণত হয়েছে। এয়ারপোর্টের কর্মচারীরা কর্মস্থলে যেতে এবং দায়িত্বপালনে হিমশিম খাচ্ছেন। সোমবারই প্রায় সাড়ে ৪ হাজার ফ্লাইট বাতিল করা হয়। ফলে নিউইয়র্ক, বোস্টন, শিকাগো, মিনেপোলিস, ক্লিভল্যান্ডে লাখ লাখ যাত্রী চরম দুর্ভোগে পড়ে।জানা গেছে কেবল শিকাগো এয়ারপোর্ট থেকেই বাতিল করা হয় ১ হাজার ৬০০ ফ্লাইট। এখান থেকে প্রতিদিন প্রায় আড়াই হাজার ফ্লাইট যায়। তুষারপাতের চেয়ে প্রবল ঠান্ডার কারণে সমস্যা বেশি হচ্ছে বলে এয়ারলাইন্স কর্তৃপক্ষগুলো জানায়। সবকিছু জমে যাবার কারণে বিমানে জ্বালানি ভরাও সম্ভব হচ্ছে না। জ্বালানী ভরার পাইপগুলোর ভেতর পর্যন্ত জমে গিয়ে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বিভিন্ন বিমান কর্তৃপক্ষ আশা করছে, পরিস্থতি স্বাভাবিক হলে অতিরিক্ত ফ্লাইট চালু করে সমন্বয় করতে হবে। জীবনযাত্রা বিপর্যস্ত:এদিকে, মেরু অঞ্চল থেকে ধেয়ে আসা প্রবল শৈত্য প্রবাহের কারণে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় হাড়কাঁপানো শীত অব্যাহত রয়েছে। ফলে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। অনেক এলাকায় স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। লোকজনকে ঘরের ভেতরে অবস্থান ও খাবার মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রচন্ড শৈত্যপ্রবাহের কারণে অনেক এলাকার তাপমাত্রা গত ২০ বছরের মধ্যে রেকর্ড মাত্রায় নেমে গেছে। দেশের উত্তরাঞ্চলের প্রচন্ড ঠান্ডা বাতাস এখন পূর্বাঞ্চলের দিকে ধাবিত হচ্ছে। ফলে মনটানা থেকে মেরিল্যান্ড পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় এখন ভয়াবহ শৈত্যপ্রবাহের সতর্কবাণী জারি করা হয়েছে।কোমেরটাউন ও মনটানার তাপমাত্রা হিমাঙ্কের নিচে ৬৩ ডিগ্রী ফারেনহাইট এবং নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও মিনেসোটায় এখনও প্রচন্ড শীত পড়ছে। এসব এলাকায় শীতে ফসলের অনেক ক্ষতি হচ্ছে এবং গবাদিপশুর জীবনও হুমকির মুখে পড়েছে। শৈত্যপ্রবাহের কারণে গত কয়েকদিনে এখন পর্যন্ত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় তুষারঝড়ের কারণে ইতোমধ্যে দুই ফুট পর্যন্ত বরফ জমে গেছে। নিউফাউন্ডল্যান্ডে ৩০ হাজার লোক বিদ্যুিবহীন অবস্থায় রয়েছেন।
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment