সমালোচনার মুখে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার পরিকল্পিতভাবে সংখ্যালঘু হিন্দুসম্প্রদায়ের ওপর হামলা করছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই দাবি করেন।
মির্জা ফখরুল বলেন, ৫ জানুয়ারির পাতানো নির্বাচনে ভোটারদের অনুপস্থিতি, দেশবাসীর স্বতঃস্ফূর্ত বর্জন এবং দেশ-বিদেশে বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার প্রবল সমালোচনার মুখে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যশোর, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুরসহ দেশব্যাপী সংখ্যালঘু হিন্দুসম্প্রদায়ের ওপর পরিকল্পিত হামলা করা হচ্ছে।
বিবৃতিতে বিএনপির মুখপাত্র দেশব্যাপী যৌথ বাহিনী দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগের পাশাপাশি সন্ত্রাসী কর্তৃক সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মির্জা ফখরুল বলেন, প্রহসনের নির্বাচনে নিজেদের বিজয়ী ঘোষণা করে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে ফ্যাসিবাদী কায়দায় বিরোধী দল নিধনের মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দেশকে এক চরম নৈরাজ্য ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকারের কোনো ষড়যন্ত্র, অপপ্রচার ও অপকৌশল গণ-আন্দোলনকে কলুষিত করে স্তব্ধ করতে পারবে না। জনতার যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণ শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে বদ্ধপরিকর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন