হরতালে
নাশকতার অভিযোগে পুলিশের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ
ব্যারিস্টার মওদুদ আহমদ ও এম কে আনোয়ারসহ দলটির ছয় শীর্ষ নেতা কারাগারে
রয়েছেন।বাকি চারজন হলেন—স্থায়ী কমিটির সদস্য রফিকুল
ইসলাম মিয়া ও হান্নান শাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল
মিন্টু ও চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।জার্মান
রাষ্ট্রদূত বলেন কারাগারে আটক বিএনপির বয়োজ্যেষ্ঠ নেতারা অনেকেই অসুস্থ।
তাদের অনেকের সঙ্গেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তারা নাশকতামূলক
কোনো কর্মকাণ্ডে জড়িত বলে আমরা মনে করি না।"
এ সময় তিনি যেকোনোভাবে তাদের মুক্তির ব্যবস্থা করার আহ্বান জানান।
এছাড়া
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন কোনো ধরনের
সহিংসতাই গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি শেষ মুহূর্তে হলেও সমঝোতা হবে এবং
একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন