অবরুদ্ধ বিএনপি অফিসে ঢুকলেন দুই নেতা

bnp office
bnp office lockedbnp office

bnp office police




বিএনপি কার্যালয়ে মীর্জা ফখরুল ও রুহুল কবির রিজভী
বাংলাদেশে পুলিশের ঘিরে রাখা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকেছেন ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতির উদ্দেশে বেতার ও টিভিতে এক ভাষণ দিতে যাচ্ছেন। তার কয়েক ঘন্টা আগে অবরুদ্ধ কার্যালয়ে ঢোকার পর সাংবাদিকদের মি. আলমগীর বলেন, চলমান রাজনৈতিক সংকট নিরসনে জন্য প্রধানমন্ত্রীর আন্তরিকতা নেই।
সরকারী দল চাইছে সংবিধানের সবশেষ পরিবর্তন অ অনুযায়ী বর্তমান সরকার ক্ষমতাসীন থাকা অবস্থাতেই নির্বাচন করতে, আর বিরোধীদল চাইছে, একটি নির্দলীয়-নিরপেক্ষ অন্তর্বতী সরকারের অধীনে নির্বাচন হোক। ফলে আগামি নির্বা্চন কিভাবে হবে, তাতে সব দল যোগ দেবে কিনা, না দিলে কি হবে - তা নিয়ে বাংলাদেশের মানুষের মনে একটা উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।বিএনপি কার্যালয়ে তালাএ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভাষণে কি বলেন - তা নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।মীর্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর ভাষণ শুনে তার দল প্রতিক্রিয়া জানাবে।২৫শে অক্টোবর নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশ বৃহস্পতিবার থেকে বিএনপি অফিসের চারপাশে কড়া পাহারা বসায়। দলটির একজন নেতা রিজভী আহমেদ অভিযোগ করেন, তাদের কোনো নেতাকর্মীকে অফিসের ভেতরে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না।
পুলিশ বলছে, দলের একজন নেতা সাদেক হোসেন খোকা দা-কুড়াল নিয়ে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়ার পর তারা আশঙ্কা করছেন, অফিসের ভেতরে এ ধরনের অস্ত্র জড়ো করা হতে পারে।পুলিশ বলছে, মানুষের মনে যাতে আতঙ্কের সৃষ্টি না হয় সেজন্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।অফিসের আশেপাশে ফুটপাত থেকে ভ্রাম্যমাণ দোকানপাট উঠিয়ে দিয়েছে পুলিশ। অফিসের সামনে রাস্তায় একটি প্রিজন ভ্যানও রাখা হয়।
পুলিশের একজন কর্মকর্তা আশরাফুজ্জামান বিবিসিকে বলেছেন, সন্দেহজনক কাউকে ভেতরে ঢুকতে দেখলে তাকে গ্রেফতারের নির্দেশ রয়েছে।
সামনের রাস্তায় চেকপোস্টও বসানো হয়েছে।২৫শে অক্টোবর ঢাকায় সরকারবিরোধী সমাবেশ আয়োজনের সরকারি অনুমতি এখনো দেয়া হয়নি।
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment