যুক্তরাষ্ট্রে অর্থ সংকটে
বন্ধ হয়ে যাওয়া সরকারি প্রতিষ্ঠান ও সেবা চালু এবং সরকারের ঋণসীমা বাড়াতে
আনা বিল মার্কিন কংগ্রেসে পাশ হয়েছে।যুক্তরাষ্ট্রের
প্রধান দুই রাজনৈতিক দল ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে দফায় দফায়
আলোচনার পর অবশেষে বিলটি পাশ হয়েছে বলে বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক
প্রতিবেদনে জানানো হয়েছে।বড় ধরনের অর্থনৈতিক
বিপর্যয় এড়াতে বৃহস্পতিবারের মধ্যেই সরকারের ঋণসীমা ১৬ দশমিক ৭ ট্রিলিয়ন
ডলারে উন্নীত করার বাধ্যবাধকতা ছিল। নির্ধারিত এই সময়ের কয়েক ঘণ্টা আগেই
বিলটি কংগ্রেসে পাশ হয়।বিবিসির প্রতিবেদনে বলা
হয়েছে, বিলটি প্রথমে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত মার্কিন সিনেটে উত্থাপন করা
হলে তা ৮১ ভোট পেয়ে পাশ হয়। সিনেটে বিলটির বিপক্ষে ভোট দেন ১৮ জন সিনেটর।পরে
বিলটি কংগ্রেসের প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হলে সেখানেও তা পাশ হয়।
প্রতিনিধি পরিষদে বিরোধী রিপাবলিকানরা সংখ্যা গরিষ্ঠ হওয়ায় বিলটির ভবিষ্যৎ
নিয়ে শঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত রিপাবলিকনারা বিলটিতে সমর্থন দেয়।প্রতিনিধি পরিষদে বিলটির পক্ষে ২৮৫ ভোট পড়ে। আর বিপক্ষে পড়ে ১৪৪ ভোট।
দেশটির
ঋণ খেলাপি হয়ে ওঠার ঝুঁকির মুখেই বিলটি কংগ্রেসে পাশ হল। মার্কিন
প্রেসিডেন্ট বারাক ওবামা বিলটি পাশ হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।আগামী বছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মার্কিন সরকারের ঋণসীমা বাড়ানোর জন্যই এই বিল আনা হয়েছিল।
সিনেটে পাশ হওয়ার পরই রিপাবলিকান নেতারা ইঙ্গিত দেন, প্রতিনিধি পরিষদে তারা সংখ্যাগরিষ্ঠ হলে বিলটি ঠেকানোর চেষ্টা করবেন না তারা।সে
সময় তারা জানান, প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্য খাতে সংস্কার বিষয়ে
তাদের শর্ত মেনে নেওয়া না হলেও তারা বিলটিকে সমর্থন দেবেন।উদ্ভূত
পরিস্থিতিতে সরকারের ঋণসীমা ১৬.৭ ট্রিলিয়ন ডলারে বাড়ানোর পাশাপাশি নতুন
করে সরকারি প্রতিষ্ঠান ও সেবা বন্ধ হওয়ার শঙ্কা আপাতত কেটে গেছে বলেই মনে
করছেন সংশ্লিষ্টরা।রিপাবলিকানরা মার্কিন সরকারের
নতুন বাজেট আটকে দেওয়ায় অর্থের অভাবে দেশটির বহু সরকারি প্রতিষ্ঠান ও সেবা ১
অক্টোবর থেকে বন্ধ হয়ে যায়। এতে ৭ লাখের মতো মানুষ কাজ হারিয়েছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন