বিএনপিচেয়ারপারসন খালেদা জিয়া।সবার পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা সম্ভব হবে না

দেশের বর্তমান পরিস্থিতিতে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা সবার পক্ষে সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপিচেয়ারপারসন খালেদা জিয়া।
ঈদুল আজহা উপলক্ষে সংবাদমাধ্যমে পাঠানো এক বাণীতে খালেদা জিয়া এ মন্তব্য করেন। দলের দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ বাণীতে খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।খালেদা জিয়া বলেন, দেশের বর্তমান অবস্থায় সবার পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা সম্ভব হবে না। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি দরিদ্র ও কম আয়ের মানুষকে চরম দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে। পানি, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের তীব্র সঙ্কট জনজীবনে দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি করেছে। তিনি বলেন, স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উত্সর্গ করা কোরবানির প্রধান শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধ পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য।খালেদা জিয়া দেশের বিত্তবান-সামর্থ্যবান ব্যক্তিদের দরিদ্র এবং অসহায় মানুষের দিকে সাহায্য ও সহমর্মিতার হাত প্রসারিত করার আহ্বান জানান।বিরোধীদলীয় নেতা বলেন, ঈদের এই আনন্দে কেউ যাতে অভুক্ত না থাকে, সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। এক কাতারে মিলে সবাইকে ঈদের আনন্দ একসঙ্গে ভাগ করে নিতে হবে।তিনি বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসে। কোরবানির যে মূল শিক্ষা তা ব্যক্তি জীবনে প্রতিফলিত করে মানব কল্যাণে ব্রতী হওয়ার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আল আমিনের সন্তুষ্টি ও নৈকট্য লাভ সম্ভব। বিশ্বাসী হিসেবে সে চেষ্টায় নিমগ্ন থাকা প্রতিটি মুসলমানের কর্তব্য।
খালেদা জিয়া বলেন, ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সমপ্রীতি এবং সৌহার্দ্যের মেলবন্ধন মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা জানাই।এদিকে পৃথক বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Share on Google Plus

About juwel ishlam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment