রায় ফাঁস হওয়ার ঘটনা উদঘাটন: ডিবি
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মামলার রায়ের খসড়া ফাঁসের ঘটনায় গুরুত্বপূর্ণ আলামতের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়ছে মহানগর গোয়ন্দো পুলিশ (ডিবি)। আজ রোববার ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় ঢাকা মহানগর গোয়ন্দো পুলিশের উপকমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় এ কথা জানান। তবে তদন্তের স্বার্থে তা জানানো হচ্ছে না বলে জানান তিনি।
গত শুক্রবার ফাঁসের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই কর্মচারী নয়ন আলী ও ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের স্বীকারোক্তি আদায়ের জন্য আট দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। ডিবি জানায়, রিমান্ডে স্বীকারোক্তি আদায়ের সময় ট্রাইব্যুনালে মাস্টার রোলে অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী নয়ন স্বীকার করেন, তিনি ট্রাইব্যুনালের চেয়ারম্যানের কক্ষের কম্পিউটার থেকে রায়ের খসড়া পেনড্রাইভে নিয়ে সাকার আইনজীবীর সহকারী মেহেদী হাসানকে সরবরাহ করেছেন। মেহেদী হাসান রায়ের এ খসড়াটি দেশের বাইরে পাঠান । পরবর্তীতে বিদেশ থেকে তা ইন্টারনেটে আপলোড করা হয়। এ ঘটনায় তথ্য ও প্রযুক্তি আইনে শাহবাগ থানায় একটি মামলা করা হয়ছে। মামলায় ট্রাইব্যুনালের ওই দুই কর্মী ছাড়াও সাকা চৌধুরীর আইনজীবীকে আসামী করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মামলার রায়ের খসড়া ফাঁসের ঘটনায় গুরুত্বপূর্ণ আলামতের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়ছে মহানগর গোয়ন্দো পুলিশ (ডিবি)। আজ রোববার ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় ঢাকা মহানগর গোয়ন্দো পুলিশের উপকমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় এ কথা জানান। তবে তদন্তের স্বার্থে তাজানানো হচ্ছে না বলে জানান তিনি। গত শুক্রবার ফাঁসের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই কর্মচারী নয়ন আলী ও ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের স্বীকারোক্তি আদায়ের জন্য আট দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। ডিবি জানায়, রিমান্ডে স্বীকারোক্তি আদায়ের সময় ট্রাইব্যুনালে মাস্টার রোলে অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী নয়ন স্বীকার করেন, তিনি ট্রাইব্যুনালের চেয়ারম্যানের কক্ষের কম্পিউটার থেকে রায়ের খসড়া পেনড্রাইভে নিয়ে সাকার আইনজীবীর সহকারী মেহেদী হাসানকে সরবরাহ করেছেন। মেহেদী হাসান রায়ের এ খসড়াটি দেশের বাইরে পাঠান । পরবর্তীতে বিদেশ থেকে তা ইন্টারনেটে আপলোড করা হয়। এ ঘটনায় তথ্য ও প্রযুক্তি আইনে শাহবাগ থানায় একটি মামলা করা হয়ছে। মামলায় ট্রাইব্যুনালের ওই দুই কর্মী ছাড়াও সাকা চৌধুরীর আইনজীবীকে আসামী করা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন